নয়াদিল্লি: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে অসাধারণ জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি ও বিজেপি সভাপতি অমিত শাহকে অভিনন্দন জানালেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। ট্যুইট করে তাঁদের অভিনন্দন জানিয়েছেন লতা।


লতার এই ট্যুইটের জবাবে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন মোদী। তিনি বলেছেন, সমাজের সব অংশের মানুষ যেভাবে বিজেপি-কে সমর্থন করেছেন, তাতে তিনি অভিভূত। পরিশ্রম করে মানুষের সমর্থন আদায় করার জন্য অমিত শাহ ও বিজেপি-র সব কর্মীর প্রশংসা করেছেন মোদী।