প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের একটি ভিডিও শেয়ার করে তাঁকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছিলেন লতা। সঙ্গে সঙ্গেই ট্যুইট করে কিংবদন্তী সংগীতশিল্পীকে ধন্যবাদ জানান মোদি। একইসঙ্গে লতার দীর্ঘ জীবন ও সুস্থতার কামনা করেন প্রধানমন্ত্রী।
ভিডিওতে লতা মঙ্গেশকর করোনাভাইরাসজনিত পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীকে রাখি পাঠাতে পারলেন না বলে জানান লতা।
বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলাপচারিতার ঝলক সহ ভিডিওতে লতা বলেছেন, দেশের মানুষ আপনার কাজ ও কথা কখনও ভুলতে পারবে না। এ দেশের লক্ষ-কোটি মহিলা আজ রাখি বন্ধন উপলক্ষ্যে আপনার দিকে হাত বাড়িয়েছেন..কিন্তু রাখি বাঁধতে পারেননি। আজ আপনার কাছে প্রতিশ্রুতি চাইছি যে, আপনি দেশকে নতুন উচ্চতায় নিয়ে পৌঁছে দেবেন।
দেশের সম্বৃদ্ধি ও উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রমের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন লতা মঙ্গেশকর।
প্রধানমন্ত্রী শিল্পীকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, এই হৃদয়স্পর্শী বার্তা তাঁকে অনুপ্রেরণা ও উত্সাহ জুগিয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, দেশের কোটি কোটি মা ও বোনেরর আশীর্বাদ নিয়ে আমাদের দেশকে প্রত্যেকদিন নতুন উচ্চতা ও গৌরব অর্জন করবে। আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।