নয়াদিল্লি: নিজের ভাবমূর্তি বদলাতে সচেষ্ট বিতর্কিত স্বঘোষিত ধর্মগুরু রাধে মা ওরফে সুখবিন্দর কউর। গুজরাত থেকে কেন্দ্র শাসিত দাদর ও নগর হাভেলির সেলভাসার গ্রামীন এলাকা দেখল অন্য এক রাধে মা-কে। সেখানে দরিদ্র ও আদিবাসী ও বৃদ্ধদের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন তিনি।

এলাকার উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা চাঁদাও দিয়েছেন রাধে মা। সেইসঙ্গে প্রয়োজনীয় ফল ও জামাকাপড়ও বিলি করেছেন। নিজের বিলানবহুল গাড়িতে চড়েই আদিবাসী অধ্যুষিত এই গ্রামে এসেছিলেন রাধে মা। নিজে ভজনও গাইলেন।

দুদিনের সফরে দাদরা ও নগর হাভেলিতে গিয়েছিলেন তিনি। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিন তালাক, গোহত্যা ও মোদী সরকারের কাজ সম্পর্কে নিজের মতামতের কথা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, বিগত দিনে রাধে মা-র বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ এনেছেন বিভিন্ন ব্যক্তি। এই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বিভিন্ন বিতর্কিত প্রতিক্রিয়াও সামনে এসেছিল। স্বঘোষিত ধর্মগুরুর মিনি স্টার্ক পরিহিত ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল।