নাগপুর: লাকি গ্রাহক যোজনা প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১ কোটি টাকা পুরস্কার তুলে দিলেন মহারাষ্ট্রের লাতুরের এক ২০ বছরের ছাত্রীর হাতে। শ্রদ্ধা মেঙ্গশেট্টে নামে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওই ছাত্রী ক্যাশলেস লেনদেনের পক্ষে প্রচার করা প্রকল্পটির গ্রাহকদের মধ্যে মেগা ড্রয়ে বিজয়ী হয়েছেন।

নতুন কেনা মোবাইল ফোনে মাসিক টাকা ভরতে রুপে কার্ডে ১,৫৯০ টাকার অনলাইন লেনদেন করেন শ্রদ্ধা। সৌভাগ্যক্রমে তাঁর মোবাইল নম্বরটিই লাকি ড্রয়ে বিজয়ী হয়।

লাকি গ্রাহক যোজনা ও ডিজিধন ব্যাপার যোজনা নামে এই দুটি ইনসেনটিভ প্রকল্প ১০০ দিন ধরে সাধারণ মানুষকে ক্যাশলেস লেনদেন সম্পর্কে ওয়াকিবহাল করেছে। দুটি প্রকল্পই কাজ করেছে নীতি আয়োগের আওতায়।

এই প্রকল্পদুটিতে ১৬লাখ বিজয়ী ২৫৮ কোটি টাকার পুরস্কার জিতেছেন। এঁদের মধ্যে সাধারণ গ্রাহক যেমন আছেন, তেমনই আছেন ব্যবসায়ীও।

প্রধানমন্ত্রী স্বয়ং লাকি ড্রয়ের বিজয়ীদের সংবর্ধিত করেছেন। প্রথম পুরস্কার জিতেছেন শ্রদ্ধা, ৫০ লাখের দ্বিতীয় পুরস্কার জিতেছেন গুজরাতের খাম্বাট এলাকার বাসিন্দা হার্দিক কুমার। ২৯ বছর বয়সি এই প্রাথমিক স্কুলের শিক্ষক রুপে কার্ড ব্যবহার করে ১,১০০ টাকা লেনদেন করেন।

উত্তরাখণ্ডের ভরত সিংহ রুপে কার্ডের মাধ্যমে লেনদেন করেন মাত্র ১০০ টাকার। তিনি জিতেছেন ২৫ লাখ টাকা।