নয়াদিল্লি: দেশের আইন প্রতিষ্ঠিত হোক, সাজা চাই বাবরি মসজিদ ধ্বংসকাণ্ডের দোষীদের। বুধবার সুপ্রিম কোর্ট বাবরিকাণ্ডে সিবিআইয়ের আবেদনে সায় দিয়ে লালকৃষ্ণ আডবাণী, মুরলিমনোহর জোশী, উমা ভারতী-প্রমুখ বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ জিইয়ে তোলার পর এমনই বলল কংগ্রেস। কংগ্রেসের প্রধান মুখপাত্র রনদীপ সুরজেওয়ালা বলেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। এবার ন্যায়বিচার চাই, অপরাধীরা সাজা পাক। নিম্ন আদালত, এলাহাবাদ হাইকোর্ট বিজেপি নেতা-নেত্রী সহ ২১ জনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করে যে রায় দিয়েছিল, তাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে সিবিআই। বিচারপতি পি সি ঘোষ ও বিচারপতি আরএফ নরিম্যানের বেঞ্চ সিবিআইয়ের আবেদনে সম্মতি দিয়েছে। শীর্ষ আদালত দ্রুত মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে বলেছে নিম্ন আদালতকে, বলেছে, অপ্রয়োজনে শুনানি স্থগিত রাখা উচিত নয়। প্রসঙ্গত, উমা ভারতী বর্তমানে কেন্দ্রের মন্ত্রী। সেই পরিপ্রেক্ষিতে কংগ্রেস মুখপাত্রটি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা সুনিশ্চিত করুন যে, তাঁর মন্ত্রীরা 'নীতি-নৈতিকতার চরম মান' বজায় রাখবেন। আইন তো জাত, ধর্ম, গোষ্ঠী, পদমর্যাদা যা-ই হোক না কেন, সবার ক্ষেত্রে একই। প্রথম সারির কংগ্রেস নেতা কপিল সিব্বল আবার কটাক্ষ করেন, বাকি আর সব ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় নীতি-নৈতিকতার প্রতি খুব দায়বদ্ধ, শুধু নিজের মন্ত্রীদের বেলায় উনি দায়বদ্ধতার কথা ভুলে যান। আশা করব, এবার ভুলবেন না।