বিলাসপুর: আসারাম বাপু, গুরমিত রাম রহিমের পর এবার ধর্ষণের অভিযোগ উঠল রাজস্থানবাসী স্বঘোষিত গডম্যানের বিরুদ্ধে।৭০ বছর বয়সি সেই ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ২১ বছর বয়সি এক আইনের ছাত্রী। মেয়েটির বাবা-মা অভিযুক্ত ধর্মগুরু স্বামী কৌশলেন্দ্র প্রপান্নাচারী ফলাহারি মহারাজের দীর্ঘদিনের অনুগামী। রাজস্থানের আলওয়ারে দীর্ঘদিন ওই ধর্মগুরুর আশ্রমে যাতায়াত ছিল মেয়েটির বাবা-মায়ের।
ঘটনাটি ঘটেছে গত মাসে রাখীর পরের দিন। প্রসঙ্গত, আইন পাস করার পর ওই ধর্মগুরু এক প্রবীন আইনজীবীর কাছে ইন্টার্নশিপ করার জন্যে সুপারিশ করে দিয়েছেন। সেখানে ইন্টার্নশিপ বাবদ মাসে তিন হাজার করে হাতেও পেয়েছিলেন ওই ছাত্রী। বাবা-মায়ের পরামর্শে রাখীর দিন প্রথম হাতে পাওয়া তিন হাজার টাকা আশ্রমে দান করতে গিয়েছিলেন ছাত্রী। গ্রহণ লেগে যাওয়ার অজুহাত দিয়ে ছাত্রীকে আশ্রমে আটকে দেন ওই ধর্মগুরু। তারপর রাতে নিজের ঘরে ডেকে চলে শারীরিক নির্যাতন। সেকথা কাউকে জানালে, ক্ষতি করে দেওয়ার হুমকিও দেন অভিযুক্ত গডম্যান। পরে মেয়েটি তাঁর বাড়িতে সবকথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। মেয়েটি ছত্তীসগড়ের বিলাসপুর জেলার বাসিন্দা।
সূত্রের খবর, ওই ধর্মগুরু এখন হাসপাতালে রয়েছেন চিকিত্সার জন্যে। ডাক্তারের থেকে অনুমতি নিয়ে তাঁকে জেরা করা হবে বলে জানা গিয়েছে।
আইনের ছাত্রীকে ধর্ষণের দায়ে এবার অভিযুক্ত ৭০-এর স্বঘোষিত গডম্যান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Sep 2017 02:26 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -