নয়াদিল্লি: ভারতীয় দলের চিফ কোচ পদ নিয়ে অনভিপ্রেত বিতর্ক কিছুতেই কাটছে না। সৌরভের আপত্তিতে তিনি কোচের চাকরি পাননি বলে রবি শাস্ত্রীর বোমার পর সামনে উঠে এসেছে নয়া তথ্য। তাতে দেখা যাচ্ছে, যে ভিভিএস লক্ষ্মণ অনিল কুম্বলের ইন্টারভিউ বোর্ডে ছিলেন, তিনি আবার কুম্বলের সংস্থা তেনভিক স্পোর্টস এডুকেশন প্রাইভেট লিমিটেডের দ্বিতীয় বরিষ্ঠ শেয়ারহোল্ডার, অর্থাৎ কোচ হিসেবে কুম্বলের যোগ্যতা প্রশ্নাতীত হলেও বিষয়টিতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ভালরকম গন্ধ রয়েছে।
৩ জনের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি প্রবাদপ্রতিম ওই লেগস্পিনারকে ভারতীয় দলের কোচের পদে ১ বছরের জন্য নিযুক্ত করে। সচিন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াও কমিটিতে ছিলেন এক সময়ের অত্যন্ত নির্ভরযোগ্য ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। ওই পদে তাঁদের কারও অধিকার বা যোগ্যতা নিয়ে এতদিন কোনও প্রশ্ন ওঠেনি। কিন্তু লক্ষ্মণের কুম্বলের সংস্থায় ভালরকম শেয়ার রয়েছে জানাজানি হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে কি নিজস্ব স্বার্থ দেখতেই টিম ইন্ডিয়ার কোচ পদে অন্যান্য ইচ্ছুকদের আবেদনপত্র বাতিল করা হয়েছে?
কাগজপত্রে দেখা যাচ্ছে, কুম্বলেকে যেদিন লক্ষ্মণ সহ ৩জনের অ্যাডভাইসরি কমিটি ভারতীয় দলের কোচ হিসেবে মনোনয়ন করে, অর্থাৎ ২৩ জুনেও কুম্বলের সংস্থা বেঙ্গালুরুর তেনভিক স্পোর্টসে লক্ষ্মণের ৩৩,৩৩২টি শেয়ার ছিল। শেয়ারহোল্ডার তো বটেই, সংস্থাটির নির্বাচিত ‘আইকন’ হিসেবেও ইনসেন্টিভ, বোনাস ও অন্যান্য খাতে লক্ষ্মণ ওই সংস্থা থেকে প্রচুর টাকা উপার্জন করেন। আজ থেকে নয়, ২০১২-তেও লক্ষ্মণের ওই সংস্থায় ১৬,৬৬৬ শেয়ার ছিল। পরের বছরই তা বেড়ে হয় ৩৩,৩৩২টি। কিন্তু শেয়ার দ্বিগুণ বাড়লেও সে জন্য লক্ষ্মণের পকেট থেকে যায় মাত্রই কয়েকহাজার টাকা।
অ্যাডভাইসরি কমিটির অন্য দুই সদস্য সচিন ও সৌরভ লক্ষ্মণ আর কুম্বলের এই ব্যবসায়িক যোগাযোগ নিয়ে ওয়াকিবহাল কিনা জানা যায়নি। তবে বিসিসিআইয়ের কাছে বিষয়টি যে কেউ তোলেননি, তা পরিষ্কার। ভারতীয় ক্রিকেটে অবশ্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংখাত নতুন কিছু নয়। সুপ্রিম কোর্টও বিষয়টি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে। কিন্তু এই লক্ষ্মণ- কুম্বলের ব্যবসায়িক সম্পর্ক প্রকাশ্যে আসার পর ফের প্রশ্ন উঠেছে, ভারতীয় ক্রিকেট সংস্থার বন্ধ দরজার ওপাশে যে ডিলগুলি হচ্ছে, সেগুলি সবই স্বচ্ছ কিনা।