নয়াদিল্লি: বাড়তে চলেছে এলসিডি-এলইডি টিভি সেট এবং মোবাইলের দাম।


বৃহস্পতিবার, কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, দেশীয় উৎপাদনে জোর দিতে বিদেশ থেকে আমদানি হওয়া এলসিডি ও এলইডি প্যানেলের ওপর ধার্য হওয়া কাস্টমস ডিউটি বা অন্তঃশুল্ক দ্বিগুণ করা হবে। তিনি প্রস্তাব দেন, এই শুল্কের হার বর্তমানে সাড়ে সাত শতাংশ থেকে বাড়িয়ে একেবারে ১৫ শতাংশ করা হবে।


একইভাবে, মোবাইল ফোনের ওপর ধার্য হওয়া বহিঃশুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব দেন তিনি। পাশাপাশি মোবাইল ফোনের কয়েকটি যন্ত্রাংশের অন্তঃশুল্কের হার বাড়িয়ে ১৫ শতাংশ করা হবে।


জেটলি জানান, ফি-বছর বাজেটে কাস্টমস ডিউটিতে ছাড় দেওয়ার প্রথা থেকে সরে আসছেন তিনি। বলেন, অনেক ভাবনাচিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, বর্তমানে খাদ্য প্রক্রিয়াকরণ, ইলেক্ট্রনিক্স, গাড়ির যন্ত্রাংশ এবং ফুটওয়্যারের দেশে ভাল সম্ভাবনা রয়েছে। তাঁর দাবি, এর ফলে এসব ক্ষেত্রে দেশে প্রচুর কর্মসংস্থান হবে।