তিরুবনন্তপুরম: ষাটোর্ধ রূপান্তরকামীরা এবার থেকে প্রতি মাসে পাবেন পেনশন, এমনটাই জানিয়েছে কেরল সরকার। শুধু তাই নয়, তৃতীয় লিঙ্গের পড়ুয়ারাও সরকারের কাছে থেকে পাবে বিশেষ আর্থিক সুবিধা।
বামফ্রন্ট নেতৃত্বাধীন সরকার বাজেটে এমনই প্রস্তাব দিয়েছে। বলা হয়েছে, ৬০ বছরের বেশি বয়সী রূপান্তরকামীদের প্রতি মাসে বার্ধ্যক্যকালীন ভাতা দেওয়া হবে। তৃতীয় লিঙ্গের মানুষদের স্বীকৃতি দিতে, যাতে শেষ বয়সে তাদের মধ্যে নির্ভরতা গড়ে ওঠে তাই এই সিদ্ধান্ত সরকারের। এছাড়াও যেসমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলি রূপান্তরকামী সম্প্রদায়কে নিয়ে কাজ করে, তাদের আর্থিক সাহায্যের পরিমান বাড়ানো হবে বলেও জানানো হয়েছে।
রাজ্যের অর্থমন্ত্রী টি এম থমাস জানিয়েছেন, এই উদ্যোগের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ হবে।
প্রসঙ্গত, সম্প্রতি কোচি মেট্রোয় রূপান্তরকামীদের বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা চিন্তা-ভাবনা করা হচ্ছে। যদিও এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।
এবার রূপান্তরকামীদের জন্য পেনশন কেরলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jul 2016 06:17 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -