নয়াদিল্লি: ফের নৌ-যুদ্ধজাহাজে দুর্ঘটনা। কর্ণাটকের নৌঘাঁটিতে আইএনএস বিক্রমাদিত্যে বিষাক্ত গ্যাস লিক। নিহত নৌ-সেনা আধিকারিক সহ ২ জন।



সেনাবাহিনী সূত্রে খবর, গত ১ জুন থেকে কর্নাটকের কারওয়ারের কাছে মেরামতির কাজ চলছিল জাহাজটির। আজ বিকেল ৫ টা নাগাদ সেটি থেকে লিক হয় বিষাক্ত গ্যাস। অসুস্থ হয়ে পড়েন ৪ জন। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় রাকেশ কুমার নামে এক সেনা আধিকারিক ও মোহনদাস কোলাম্বকর নামে এক কর্মীর। বাকি দুইজন নৌসেনা হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের অবস্থা স্থিতিশীল।

ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে নৌ-বাহিনী।