সবার কাছে গ্রহণযোগ্য হয়ে দেশ চালাতে চাইলে বাজপেয়ির মতো সহনশীল হতে শিখুন, মোদিকে পরামর্শ ফারুকের
Web Desk, ABP Ananda | 06 Dec 2018 06:22 PM (IST)
জম্মু: সমাজের সব অংশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে চাইলে প্রয়াত অটলবিহারী বাজপেয়ির মতো সহনশীল হোন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরামর্শ দিলেন ফারুক আবদুল্লা। বললেন, উনি প্রধানমন্ত্রী। তাঁকে সেই স্তরে উঠতে হবে, তুচ্ছ ব্যাপারে নাক গলাবেন না। কিন্তু কোনও কোনও সময় ওনার কথাবার্তা শুনলে দুঃখ হয়। তারপরই বলেন, অনুগ্রহ করে সহনশীলতার বোধ জাগ্রত করুন, প্রধানমন্ত্রী সাহেব। এই দেশটা চালাতে হলে আপনাকে সহনশীল হতে হবে, সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠা সুনিশ্চিত করতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে চলুন। বাজপেয়িজির মতো সহনশীল হোন। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শীর্ষ ন্যাশনাল কনফারেন্স নেতা বিজেপির বিরুদ্ধে বিভেদমূলক এজেন্ডা পালনের অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, জওহরলাল নেহরু প্রথম লালকেল্লায় তেরঙ্গা পতাকা তোলার সময় ঘুনাক্ষরেও ভাবেননি, ভবিষ্যতে এমন একটি দল ক্ষমতায় আসবে যারা দেশে বিভাজনের চেষ্টা করবে। ব্রিটিশরা দেশটাকে শুধু ভারত, পাকিস্তানে টুকরো করেছে, কিন্তু শাসক দল তাদের বিভেদকামী এজেন্ডা চালিয়ে গেলে তা আরও টুকরো হবে। ফারুক বলেন, বিজেপি বলে, ভগবান রাম তাদের, কিন্তু পবিত্র ধর্মগ্রন্থ বলছে, রাম হিন্দুদের একার নন, গোটা দুনিয়ার। ভারতবর্ষ যে আজও ঐক্যবদ্ধ রয়েছে, তা নেহরুর জন্যই, এহেন অভিমত জানান ফারুক। পাশাপাশি যুদ্ধবিগ্রহ সমস্যা, বিরোধ মেটানোর সমাধান নয় বলেও মত তাঁর। বলেন, আমরা নিরাপদে ঘরে বসে থাকব। প্রাণ যাবে জওয়ানদের। চিন, পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধের দরকার নেই। চাই, ওই দেশগুলিও সমৃদ্ধির পথে এগিয়ে যাক।