নয়াদিল্লি: ভাইরাসটা ঠিক কতটা মারাত্মক সেটা বুঝে নেওয়ার কাজ যখন করছে বাকি দেশগুলি, তখন তার বিরুদ্ধে লড়তে হচ্ছিল আপনাদের। আপনাদের সফল লড়াই দেখে শিক্ষা নিয়ে লড়াই করেছি আমরাও। ঠিক এই ভাষাতেই ইতালির প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি।


শুক্রবার ইতালির শীর্ষনেতা জিউসেপে কন্তের সঙ্গে ভিডিও বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে ইতালির কোভিড লড়াই থেকে শিক্ষা নেওয়ার কথা স্বীকার করে মোদি বলেছেন, ‘খুব কঠিন পরিস্থিতিটা আপনারা দক্ষতার সঙ্গে আয়ত্ত্বে এনেছিলেন। গোটা দেশকে বেঁধে ফেলতে পেরেছিলেন একসূত্রে।’ ইতালির প্রধানমন্ত্রীর কাছে তাঁদের দেশে করোনার কবলে মৃতদের উদ্দেশ্যে ভারতীয়দের পক্ষ থেকে সমবেদনাও জানান নরেন্দ্র মোদি।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ভবিষ্যতে কন্তে ও তাঁর মন্ত্রীসভার সদস্যদের ভারতে আসার আমন্ত্রণও জানিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভিডিও বৈঠকের মাঝে কোভিড যুদ্ধকে তিনি তুলনা করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে। প্রধানমন্ত্রীর সংযোজন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেমন ভয়ানক সঙ্কট তৈরি হয়েছিল বিশ্বজুড়ে, কোভিডের ক্ষেত্রেও হয়েছে ঠিক তেমনটাই। করোনা পরবর্তী সময়ে ভবিষ্যৎ পথচলার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হবে আমাদের।’