গাজিয়াবাদ: গাজিয়াবাদের ইন্দিরাপুরম এলাকায় জয়পুরিয়া সাইরাইজার্স গ্রিন্স সোসাইটির আবাসনে মর্মান্তিক ঘটনা। ১০ তলার ফ্ল্যাটের বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু চার বছরের শিশুকন্যার। দুর্ঘটনার সময় বাড়িতে একাই ছিল ওই শিশুটি। সেই সময়ই চেয়ারে উঠে ব্যালকনি থেকে ঝুঁকে নিচে দেখতে গিয়ে পড়ে যায় সে।
নিহত শিশুকন্যার নাম মায়রা। তার বাবা দুর্ঘটনার সময় দোকানে ছিলেন। আর মা গিয়েছিলেন বিউটি পার্লারে। বাড়িতে মায়রার দিদিও ছিল। কিন্তু ওই সময় সে টিউশন পড়তে বেরিয়ে যায়। তখন মায়রা ঘুমোচ্ছিল।
ঘুম ভেঙে যাওয়ার পর মেয়েটি ব্যালকনিতে আসে। একটা চেয়ার উঠে ঝুঁকে নিচে দেখতে যায়। সেই সময় ভারসাম্য হারিয়ে সে নিচে পড়ে যায়।
সোসাইটির এক প্রহরী জানিয়েছেন, একটা শব্দ শুনে ছুটে যান তিনি। শিশুটিকে তুলে অন্যান্যদের সাহায্যে হাসপাতালে নিয়ে যান। কিন্তু ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এই মর্মান্তিক দুর্ঘটনায় সোসাইটিতে নেমে এসেছে শোকের ছায়া।