শ্রীনগর: সবে নভেম্বরের মাঝামাঝি। এরমধ্যেই ঠাণ্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকার দুটি জায়গা। লে ও কার্গিলে এরমধ্যেই রাতের তাপমাত্রা হিমাঙ্কের নীচে। আকাশ মেঘে ঢাকা থাকলেও, লে-র তাপমাত্রা ঘোরা ফেরা করছে মাইনাস ৬.৩ ডিগ্রির আশেপাশে। আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকালই ছিল লে-র এই মরসুমের এখনও পর্যন্ত সবচেয়ে শীতলতম রাত।
গতকাল রাতে কার্গিলেও তাপমাত্রা হিমাঙ্কের থেকে ৫.২ ডিগ্রি নীচে নেমে গিয়েছিল । শ্রীনগরে পারদ নেমেছে ২.৯ ডিগ্রি সেলসিয়াসে। তবে আকাশে মেঘ থাকায়, সামান্য একটু বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া বিষেশজ্ঞদের মত, এই মেঘের প্রভাবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা উপত্যকা জুড়ে। গোটা কাশ্মীরেই তাপমাত্রা হু হু করে নামছে। কুপওয়ারা জেলায় তাপমাত্রা হিমাঙ্কের নীচেই থাকছে। পহেলগাঁও, গুলমার্গ সব জায়গাতেই ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন পর্যটকরা।
আগামী কয়েকদিন সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নভেম্বরের মাঝামাঝি, ঠাণ্ডায় কাঁপছে লে-কার্গিল, তাপমাত্রা হিমাঙ্কের ৬.৩ ডিগ্রি নীচে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Nov 2017 06:05 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -