বেরিলি: যাচ্ছেতাই মুখ পুড়ল উত্তরপ্রদেশ পুলিশের। পঞ্জাব পুলিশ অভিযোগ করেছে, উত্তরপ্রদেশের ইনস্পেক্টর জেনারেল পদমর্যাদার এক বরিষ্ঠ আইপিএস অফিসার ৪৫ লাখ টাকা ঘুষ নিয়ে এক খালিস্তানি জঙ্গিকে জেল পালাতে সাহায্য করেছেন।
জেল ভেঙে পালানো ওই খালিস্তানি জঙ্গির নাম গোপী ঘনশ্যামপুরা। গত বছর উত্তরপ্রদেশের নাভা জেল থেকে খালিস্তানি জঙ্গি পালানোর ঘটনায় সেই মুখ্য অপরাধী। জানা গিয়েছে, আইজি পদমর্যাদার ওই অফিসারের সঙ্গে জঙ্গিদের ডিল সংক্রান্ত একটি অডিও বার্তা প্রকাশ করেছে পঞ্জাব পুলিশ। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ডিজিপি ও মুখ্য স্বরাষ্ট্র সচিবকে ডেকে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।
গত বছর ২৭ নভেম্বর অন্তত ১০ সশস্ত্র দুষ্কৃতী পশ্চিম উত্তরপ্রদেশের নাভা জেলে ঢুকে পড়ে ৬ জন আসামীকে ছাড়িয়ে নিয়ে যায়। এদের মধ্যে ছিল খালিস্তানি জঙ্গি নেতা হরমিন্দর মিন্টু। যদিও পরদিনই দিল্লি রেল স্টেশনে ধরা পড়ে যায় সে। ঘটনার মাস্টারমাইন্ড গুরপ্রীত সেখন গ্রেফতার হয় ৫ ফেব্রুয়ারি।
কিন্তু ধরা পড়েনি গোপী ঘনশ্যামপুরা। এ মাসের ১০ তারিখ তাকে সাহজাহানপুরে দেখা গেলেও সে বেপাত্তা হয়ে যায়। পঞ্জাব পুলিশ অভিযোগ করেছে, সন্দীপ তিওয়ারি বা পিন্টু নামে এক দুষ্কৃতীর মধ্যস্থতায় গোপীকে ছাড়ানোর জন্য ডিল চূড়ান্ত করেন উত্তরপ্রদেশ পুলিশের ওই আইজি। এই পিন্টু আবার ২০১২-য় কংগ্রেসের হয়ে ভোটে লড়েছিল। জানা গিয়েছে, আলোচনার সময় ওই অফিসার ১ কোটি টাকা চান, দর কষাকষির পর চূড়ান্ত হয় ৪৫ লাখ টাকায়।
জঙ্গিকে ছেড়ে দিতে ৪৫ লাখ টাকা ঘুষ নিয়েছেন, অভিযোগের আঙুল উত্তরপ্রদেশের পুলিশ কর্তার দিকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Sep 2017 09:00 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -