উরি: কীভাবে ঘটল উরি সন্ত্রাস? জঙ্গিদের কাছে কারা পৌঁছে দিল সেনা ছাউনির খুঁটিনাটি? তদন্তে নেমে এনআইএ জানতে পেরেছে ছাউনির মধ্যে ব্যবসা করা এক মোবাইল ফোন বিক্রেতার কথা। ৬ বিহার রেজিমেন্টের সেনাদের কাছে সিম কার্ড বিক্রি করত সে।

এনআইএ-র কাছে খবর, শনিবার ওই বিক্রেতা অতিরিক্ত ৩ ঘণ্টা নিজের দোকান খোলা রাখে। তার কয়েক ঘণ্টা পরেই রবিবার কাকভোরে সেনা ছাউনিতে হামলা চালায় জঙ্গিরা। অথচ সেনা ছাউনির মধ্যে দোকান বন্ধ রাখার স্বাভাবিক সময় সন্ধে সাড়ে ছটা।

ছাউনির গেটে মিলিটারি পুলিশের কাছে সকলের আসা যাওয়ার ডিজিটাল ও প্রিন্ট রেজিস্টার রয়েছে। গোয়েন্দারা জানাচ্ছেন, ওই ব্যক্তি সেনাকর্মীদের পূর্ব পরিচিত। কিন্তু কথা হল, অল্পদিন আগে ও সেনা কর্মীদের মধ্যে সিম কার্ড বিলি করে। কেন সে শনিবার রাত দশটা পর্যন্ত দোকান খোলা রাখল, তা ভাবাচ্ছে গোয়েন্দাদের। তাকে জেরা করা হবে বলে জানিয়েছেন তাঁরা।

এছাড়াও গোয়েন্দাদের রাডারে রয়েছে আরও ১১জন দোকানদার। এদের কেউ স্কুল ও সেনা ইউনিফর্ম বিক্রি করে, কেউ আবার বিক্রি করে মুদির দোকানের জিনিসপত্র ও বাসনকোসন। মোবাইল ফোন সংক্রান্ত টুকিটাকি বিক্রি করে এমন কয়েকজন দোকানিও রয়েছে সন্দেহের তালিকায়।

জানা যাচ্ছে, জঙ্গিদের কাছে থাকা চিনা লাইটারে মুহূর্তে সেনা তাঁবুতে জ্বলে ওঠে আগুন। নীল, সবুজ ও হলুদ রঙের তিনটি লাইটার হামলাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। শুধু তাঁবুর কাপড়ই নয়, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল, যে, স্টিলের বাসন, বড় বড় খাবারের পাত্রও পুড়ে গলে যায়।

জঙ্গিদের কাছে, ম্যাপ, জিপিএস ডিভাইস, ওষুধবিষুধ, অস্ত্রশস্ত্র, গুলিবারুদের পাশাপাশি আফিংজাতীয় মাদকও ছিল। যখনই গায়ে বুলেট লেগেছে, হাতে মরফিন ইঞ্জেকশন নিয়ে তারা ব্যথা কমায় বলে এনআইএ সূত্রে খবর।