সিমলা: আদালত চত্বরের আশেপাশে চিতাবাঘের ছানাকে ঘোরাঘুরি করতে দেখে আতঙ্কিত মানুষ। ঘটনাটি ঘটেছে সিমলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে চক্কর এলাকায় জেলা আদালত চত্বরের কাছে প্রথমে দেখা যায় চিতাবাঘের ছানাটিকে। শাবকটি গাড়ি পার্ক করার জায়গায় লুকিয়েছিল। দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ ও বন দফতরে খবর দেন।
জাল পেতে ব্যঘ্রশাবকটিকে ধরেন বন দফতরের আধিকারিকরা। ফরেস্ট রেঞ্জ অফিসার হিমাংশু বলেন, শাবকটির ক্ষতি হতে পারে বুঝে ট্র্যাঙ্কুইলাইজার ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে, তাকে তুতি কান্দি রেসকিউ ও রিহ্যাব সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার পর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
'