নাসিক: সাতজন মানুষকে হত্যা করা চিতাবাঘকে গুলি করে মারা হল।
গত একমাস ধরে মহারাষ্ট্রে তাণ্ডব চালিয়ে শিশু ও মহিলা সহ সাতজনকে মেরে ফেলেছিল একটি চিতাবাঘ। অবশেষে ওই ঘাতক চিতাবাঘটিকে গতকাল রাতে জলগাঁও জেলায় চালিসগাঁও মহকুমার অন্তর্গত ভারখেড়ে গ্রামে বন দফতরের আধিকারিকরা গিয়ে মেরে ফেলেন।
মুখ্য রেঞ্জ ফরেস্ট অফিসার রাম রাও জানান, নয়াদিল্লি ও হায়দরাবাদ থেকে তিনজন শ্যুটারকে আনা হয়। ভারখেড়ের আশেপাশে দশটি খাঁচাও তৈরি করা হয়। তিনি জানান, রাত সাড়ে ১১টা নাগাদ হায়দরাবাদের শ্যুটার নবাব মালিক দেখতে পান চিতাবাঘটিকে। তিনিই গুলি করে মারেন ওই জন্তুকে।
বন দফতরের আধিকারিকরা জানান, একাধিক শিশু ও এক মহিলা সহ মোট সাতজনকে হত্যা করেছিল চিতাবাঘটি। গত ৭ তারিখ, ভাড়খেড়ে গ্রামের বাসিন্দা ৬ বছরের একটি ছেলেকে বাড়ি থেকে টেনে এনে মারে চিতাবাঘটি। এরপরই, জন্তুটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় বন দফতর।