শ্রীনগর: পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম লস্কর-ই-তৈবার স্বঘোষিত জেলা কমান্ডার। জম্মু কাশ্মীর পুলিশের জনৈক সিনিয়র পুলিশ অফিসার বলেন, পুলওয়ামার কাকাপোরা এলাকায় জঙ্গিদের গা ঢাকা দিয়ে থাকার খবর পেয়ে অভিযানে নামে নিরাপত্তাবাহিনী। ভারতীয় সেনার ৪৭ রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশনস গ্রুপ (এসওজি) যৌথ তল্লাশি অভিযান চালায়। এলাকা ঘিরে ফেলা শুরু হতেই লুকিয়ে থাকা জঙ্গিরা সেনা জওয়ানদের ওপর গুলিবর্ষণ করে। আয়ুব লেলহারি নামে লস্করের এক জেলা কমান্ডার নিহত হয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে। সন্ত্রাস দমন অভিযানে লেলহারির মৃত্যু আরও এক সাফল্য বলে দাবি করেন ওই অফিসার। এদিকে জম্মুর খবর, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনার সামনের সারির চৌকি ও সাধারণ জনবসতির ওপর লাগাতার শেলবৃষ্টি করে পাকিস্তান। এই নিয়ে টানা পাঁচদিন পাক সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাক সেনারা। চলতি মাসে পাক গুলিতে চার জওয়ান ও এক মহিলা নিহত হয়েছেন। পাশাপাশি গত ৭ আগস্ট পাক সেনার গুলিতে জখম হওয়া নরেন্দ্র সিংহ নামে এক হাবিলদারের আজ হাসপাতালে মৃত্যু হয়েছে। তিনি উত্তরাখণ্ডের হরিপুর গ্রামের ছেলে। স্ত্রী ও দুই মেয়ে বর্তমান ৪৩ বছরের এই জওয়ানের।