বান্দিপোরা: জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় বৃহস্পতিবার পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হওয়া লস্কর-ই-তৈবা জঙ্গি আবু মুসাইব নাকি ২০০৮ এর মুম্বই সন্ত্রাসবাদী হামলার মাথা জাকিউর রহমান লকভির ভাইপো। এমনই দাবি সূত্রের।  তাদের খবর, কমান্ডার মুসাইবরকে বান্দিপোরায় লস্করের নেটওয়ার্ক শক্তিশালী করার দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল।


সূত্র মারফত উত্তর কাশ্মীরের বান্দিপোরার হাজিনে জঙ্গিদের গা ঢাকা দিয়ে থাকার খবর পেয়ে এলাকাটি ঘিরে ফেলে তল্লাসি অভিযানে নামে নিরাপত্তাবাহিনী। তাদের টার্গেট করে গুলি চালানাে শুরু করে সন্ত্রাসবাদীরা। নিরাপত্তাবাহিনীও জবাব দেয়। গুলিযুদ্ধে নিহত হয় এক জঙ্গি। তাকে পরে আবুুু মুসাইব  নামে শনাক্ত করা হয়। ঘটনাস্থল থেকে একটি একে ৪৭ রাইফেল, তিনটি চিনে তৈরি গ্রেনেড, ৬৬ রাউন্ড তাজা কার্তুজ, একটি রেডিও কমিউনিকেশন সেট উদ্ধার হয়েছে। মিলেছে  কিছু ওষুধপত্রও।


দু পক্ষের গুলির লড়াইয়ে জখম হন এক কনস্টেবলও। উত্তর কাশ্মীরের এক হাসপাতালে পাঠানো হয়েছে তাঁকে। তাঁর বুকের বা দিকে গুলি লেগেছে।


এদিকে সংঘর্ষস্থলের কাছে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে কিছু দুষ্কৃতী পাথর ছোঁড়ে বলে জানা গিয়েছে।


উল্লেখ্য, কয়েকদিন আগেই অনন্তনাগ জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে তিন জঙ্গি প্রাণ হারায়।


গত ৬ জানুয়ারি বদগামের মাচু এলাকায়ও  মুজফফর আহমেদ নামে এক আল-বদর জঙ্গি সেনা ও পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে নিহত হয়।