কলকাতা: দমদম সেন্ট্রাল জেলে নিজের একার সেলে তার নাকি টিভি সেট, ভাল খাবার চাই। এই দাবিতে গত ২ দিন ধরে অনশন চালাচ্ছিল এক মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত লস্কর-ই-তৈবা জঙ্গি। ৩০ বছর বয়সি মুজফফর আহমেদ রাঠের নামে ওই জঙ্গিকে বদলি করা হয়েছে প্রেসিডেন্সি জেলে। সেখানে সরিয়ে দেওয়ার পর রাঠের অনশন তুলে নিয়েছে বলে দাবি জেল কর্তৃপক্ষের।
রাজ্যের সংশোধনাগার সংক্রান্ত বিভাগীয় মন্ত্রী অবনীমোহন জোয়ারদার সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, চলতি আইনে কোনও মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সেলে টিভি সেট দেওয়ার নিয়ম নেই। আর জেলে সব বন্দিকেই উপযুক্ত মানের খাবার দেওয়া হয়। ওকে বোঝানোর চেষ্টা করেও ফল হয়নি। একগুঁয়ে মনোভাব দেখিয়ে অনশন শুরু করে। ওকে প্রেসিডেন্সি জেলে সরানো হয়েছে।
সাধারণত নিজেদের দাবিদাওয়া পূরণে জেল কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে মাওবাদীদের সাম্প্রতিক কালে জেলে অনশনে বসার নজির রয়েছে।
২০০৭ সালে ভারত, বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে পাকিস্তানের নাগরিক দুই জঙ্গির সঙ্গেই ধরা পড়ে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা মুজফফর আহমেদ রাঠের। পুলিশ সূত্রের খবর, তিনজনের জম্মু ও কাশ্মীরে নাশকতার ছক ছিল। তবে সফল হওয়ার আগেই তারা ধরা পড়ে যায়। রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দায়ে তাদের দোষী ঘোষণা করে গত জানুয়ারিতে মৃত্যুদণ্ডের সাজা দেয় বনগাঁর আদালত।
সেলে চাই টিভি সেট, ভাল খাবার, অনশন মৃত্যুদণ্ডপ্রাপ্ত লস্কর জঙ্গির
Web Desk, ABP Ananda
Updated at:
10 Mar 2017 08:00 PM (IST)
প্রতীকী চিত্র।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -