শ্রীনগর: অমরনাথ তীর্থযাত্রীদের ওপর হামলায় জড়িত লস্কর-ই-তৈবার ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের’ চিহ্নিত করেছে পুলিশ।


সোমবার জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি মুনীর খান জানান, জঙ্গি হামলার তদন্তে বেশ কিছুটা অগ্রগতি হয়েছে। জঙ্গিদের যারা সাহায্য করেছিল, তাদের চিহ্নিত করা হয়েছে।


তিনি বলেন, আবু ইসমাইল সহ দুই পাক লস্কর জঙ্গি এবং কিছু স্থানীয় লস্কর অপারেটিভরা ওই হামলায় জড়িত ছিল। তিনি যোগ করেন, ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা হামলার আগে জঙ্গিদের যাতায়াত ও থাকা-খাওয়ার ব্যবস্থা করতে সাহায্য করেছিল।


পুলিশ নিশ্চিত করতে চাইছে, গত ১৭ জুলাই ব্রাগপোরায় নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত জিবরান ও সাদ নামে দুই স্থানীয় জঙ্গি অমরনাথ হামলায় জড়িত ছিল কি না।


প্রসঙ্গত, গত ১০ জুলাই দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে অমরনাথ তীর্থযাত্রীদের বাস লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। তাতে ৮ পুণ্যার্থীর মৃত্যু হয়।