এসএমএসে আধার নম্বর পাঠাবেন না, বিমা গ্রাহকদের সতর্ক করল এলআইসি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Nov 2017 09:40 PM (IST)
নয়াদিল্লি: এসএমএসের মাধ্যমে আধার তথ্য দেওয়ার ব্যাপারে পলিসি গ্রাহকদের সতর্ক করে দিল রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থা এলআইসি। সংস্থা সাফ জানিয়েছে, গ্রাহকদের পলিসির সঙ্গে এসএমএসের মাধ্যেম আধার সংযুক্তিকরণের কোনও সুবিধাই তারা চালু করেনি। সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করা এসএমএসের মাধ্যমে আধার সংযুক্তি সংক্রান্ত বার্তায় কর্ণপাত না করার জন্য পলিসি গ্রাহকদের পরামর্শ দিয়েছে দেশের বৃহত্তম বিমা সংস্থা। এলআইসি এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘আমাদের এমব্লেম ও লোগো ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কয়েকটি মেসেজে পলিসি গ্রাহকদের নির্দিষ্ট নম্বরে এসএমএসের মাধ্যমে আধার সংযুক্তি করতে বলা হচ্ছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। কিন্তু এ ধরনের কোনও মেসেজ এলআইসি দেয়নি। এসএমএসের মাধ্যমে আধার সংযুক্তির কোনও সুবিধাও এলআইসি-তে নেই। যখন এসএমএসের মাধ্যমে পলিসির সঙ্গে আধার সংযুক্তি করা যাবে,তা এলআইসি-র ওয়েবসাইটে উল্লেখ করা হবে’। জীবন বিমা পলিসির সঙ্গেও আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে। রেগুলেটর ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলাপমেন্ট অথরিটি বীমা কোম্পানিগুলিকে এ ব্যাপারে নির্ধারিত নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে।