চিতোরগঢ়: কাকে পছন্দ করেন? অশোক গেহলৌত না নরেন্দ্র মোদি? মোদিকে পছন্দ হলে শুধু প্রদীপই জ্বালান। রেশন নিতে হবে না!

রাজস্থানের এক কংগ্রেস বিধায়কের এমনই মন্তব্য ঘিরে শুরু হয়ে গিয়েছে প্রবল বিতর্ক। চলছে রাজনৈতিক চাপানউতোর।

রাজস্থানের চিতোরগঢ় জেলার সোনিয়ানা গ্রামে চলছিল রেশন বিলির কাজ। সেখানেই বেগানের কংগ্রেস বিধায়ক রাজেন্দ্র সিংহ বিধুরিকে রেশন নিতে হাজির জনতার উদ্দেশে বলতে শোনা যায়, ‘কে ভাল, মোদি না অশোক গেহলৌত?’ ভিড়ের মধ্যে থেকে এক মহিলা মোদির নাম বলেন। তাতে কংগ্রেস বিধায়কের কটাক্ষ, ‘যে মোদি প্রদীপ জ্বালাতে বলেছিলেন? বলুন কে ভাল। হ্যাঁ আপনাকেই বলছি। কী বললেন, মোদি? তাহলে প্রদীপই জ্বালান। রেশন এখানেই রেখে যান।’



গোটা ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শুরু হয় বিতর্কের ঝড়। রাজস্থান বিজেপির রাজ্য সভাপতি সতীশ পুনিয়া গোটা ঘটনার তুমুল সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কংগ্রেসকে সমর্থন না করলে এভাবেই বিভাজনের রাজনীতির শিকার হতে হয়। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহও গোটা ঘটনার নিন্দা করেছেন।

কংগ্রেসের ওই বিধায়কের অবশ্য কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।