ভূবনেশ্বর: গতকাল বিকেলে ঝড়বৃষ্টি চলাকালে বজ্রাঘাতে ১৮ জনের মৃত্যু হল ওড়িশায়। এছাড়াও ১৫ জন জখম হয়েছে।
গঞ্জাম জেলায় আচমকা ঝড়বৃষ্টিতে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিখরপুর গ্রামে দুজন ও হিঞ্জলি ব্লকের পাগলাবাবা স্কোয়ারে দুজনের মৃত্যু হয়েছে। বরাগাঁও জেলায় মৃত্যু হয়েছে একজনের।বজ্রপাতে জেলায় সাতজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। জেলার ভঞ্জনগরে বজ্রপাতে বহু গবাদি পশুর প্রাণহানির খবর পাওয়া গিয়েছে।
ভূবনেশ্বর সংলগ্ন পঞ্চগাঁও-এর মন্দিরের একটি ঘরের চালে তালপাতা দেওয়ার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়।গুরুতর জখম হয় আরও তিনজন। ধৌলিতেও বজ্রপাতে একজনের খবর পাওয়া গিয়েছে।
কেন্দ্রাপাড়া জেলার বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।ভদ্রক জেলায় দুই জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। খুড়দা জেলায় এক মহিলার মৃত্যু ও আরও তিনজন জখম হয়েছে।ময়ূরভঞ্জ জেলার খুঁটাপালা গ্রামে বজ্রপাতে দুই ছাত্রীর মৃত্যু হয়েছে।