জয়পুর: প্রজাতন্ত্র দিবসের সকালে স্কুলে যাওয়ার পথে বজ্রাঘাতে মৃত্যু হল ২ শিশুর। আহত হয়েছে আরও ৯টি শিশু। মর্মান্তিক এই ঘটনা রাজস্থানের বাসসি শহরের।
স্থানীয় পুলিশ আধিকারিক মোহন লাল বলেছেন, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্র গণেশ মহাবর ও অশোক মীনা প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। সেই সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। তারা একটি গাছের নীচে আশ্রয় নেয়। সেই গাছের উপরেই বাজ পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়েছে।
বাসসি শহরেরই অপর একটি জায়গায় বেশ কয়েকজন ছাত্র স্কুলে যাওয়ার পথে বৃষ্টির হাত থেকে বাঁচতে গাছের নীচে আশ্রয় নেয়। সেখানেই বজ্রাঘাতে ৯ জন আহত হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে ভর্তি।
প্রজাতন্ত্র দিবসে স্কুলে যাওয়ার পথে বজ্রাঘাতে মৃত ২ শিশু, আহত ৯
Web Desk, ABP Ananda
Updated at:
26 Jan 2017 05:17 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -