মুম্বই: বিজেপি-শাসিত রাজ্যগুলির গোহত্যা নিষিদ্ধ করার উদ্যোগকে কটাক্ষ শিবসেনার। দলের সাংসদ সঞ্জয় রাউতের মন্তব্য, গরুর পাশাপাশি কৃষকেরও বেঁচে থাকার অধিকার আছে। গরুদের মতোই রক্ষা করতে হবে চাষীকেও।

শনিবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংহ তাঁর রাজ্যে গোহত্যকারীদের ফাঁসিতে লটকানো হবে বলে জানিয়েছেন। বিজেপি শাসিত গুজরাত গত সপ্তাহেই বিধানসভায় আইন করেছে, গোহত্যায় যাবজ্জীবন কারাবাসের সাজা হবে। ২০১৫-র মার্চে বিজেপি নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারও মহারাষ্ট্র পশু সংরক্ষণ (সংশোধন) আইন চালু কার্যকর করে গোরু-বাছুর, ষাঁড় হত্যা নিষিদ্ধ করেছে।
এ ব্যাপারেই সঞ্জয় বলেছেন, একটি রাজ্য গোহত্যা করলে ফাঁসি দেওয়ার কথা বলছে। তাহলে তো কৃষকদের আত্মহত্যার রাস্তায় ঠেলে দেওয়ার জন্য খুনের মামলা করা উচিত সরকারের বিরুদ্ধেও।
তিনি গোহত্যা রোধে সারা দেশে একই আইন চালুর দাবি তোলেন। গরুদের বয়স বেড়ে গেলে তাদের দেখভাল যাতে সরকার করে, সেই দাবিও করেন তিনি।
সঞ্জয়ের প্রশ্ন, গত দু বছরে গোমাংস রপ্তানি অনেক বেড়েছে। হিন্দুত্ববাদী সরকার কেন্দ্রে ক্ষমতায়, তাহলে কী করে ভারত বিশ্বের সবচেয়ে বড় গোমাংস রপ্তানিকারী দেশের অন্যতম হল?