নয়াদিল্লি: মোবাইল ফোন থেকে এসএমএসের মাধ্যমে প্যানের সঙ্গে আধার নম্বর যুক্ত করতে করদাতাদের আর্জি জানাল আয়কর বিভাগ। আজ প্রথম সারির সংবাদপত্রগুলিতে বিজ্ঞাপন দিয়ে এসএমএসের মাধ্যমে প্যানের সঙ্গে আধার নম্বর কীভাবে যুক্ত করা যাবে, তার পদ্ধতি জানানো হয়েছে। বিজ্ঞাপন অনুসারে, এজন্য মোবাইল থেকে ৫৬৭৬৭৮ বা ৫৬১৬১-তে এসএমএস করতে হবে। পাশাপাশি দফতরের ই ফাইলিং ওয়েবসাইটে গিয়েও করদাতারা দু’টি পরিচয়পত্রের সংযোগ ঘটাতে পারবেন।
বিজ্ঞাপনে বলা হয়েছে, নতুন প্যান বরাদ্দের ক্ষেত্রে প্যান ডেটাবেসে আধার উল্লেখ করে বা প্যান কার্ড রিপ্রিন্টের ক্ষেত্রে চেঞ্জ রিকোয়েস্ট ফর্মে আধার উল্লেখ করেও দুটি নম্বর যোগ করা যাবে।
প্যানের সঙ্গে আধার যুক্ত করতে আয়কর বিভাগ চলতি মাসের গোড়ায় একটি ই-ফেসিলিটি চালু করেছে। এবছরই আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে প্যানের সঙ্গে আধার নম্বর যুক্ত করা বাধ্যতামূলক করেছে আয়কর বিভাগ। বিভাগের ই-ফাইলিং ওয়েবসাইটের হোম পেজে একটি নতুন লিঙ্ক রাখা হয়েছে। ওই লিঙ্কে করদাতাদের প্যান ও আধার নম্বর, সঙ্গে আধার কার্ডে যেভাবে নাম লেখা রয়েছে ঠিক সেভাবেই দিতে হবে।
ওই তথ্য ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআইএ তা পরীক্ষা করে দেখবে। সব কিছু সঠিক থাকলে আধার ও প্যানের সংযুক্তির পদ্ধতি সম্পূর্ণ হবে।
তথ্যে কোনও ভুল থাকলে আধারের ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওপিটি দিতে হবে বলেও জানিয়েছেন আয়কর দফতরের এক আধিকারিক। আধার ডেটাবেসে উল্লিখিত মোবাইল নম্বরে ওই ওটিপি পাঠানো হবে।
প্যানের সঙ্গে আধার নম্বর জুড়তে পারবেন এসএমএসে
ABP Ananda, web desk
Updated at:
31 May 2017 01:09 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -