নয়াদিল্লি: এবার থেকে বিমার সঙ্গে আধার সংযুক্তিকরণকে বাধ্যতামূলক করল কেন্দ্র। এই মর্মে দেশের সকল বিমা সংস্থাকে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল নিয়ন্ত্রক সংস্থা ইন্সিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই)।


বিমা নিয়ন্ত্রক সংস্থার তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, কর্তৃপক্ষ জানিয়েছে, আর্থিক তছরুপ রোধ আইন (দ্বিতীয় সংশোধনী) ২০১৭ অনুযায়ী, বিমা পলিসির সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক। এর আগে, গত জুন মাসে এই নতুন আইনকে কার্যকর করে কেন্দ্র। সেখানেই আধারের সঙ্গে প্যান অথবা ফর্ম ৬০-র সংযুক্তিকরণকে বাধ্যতামূলক করা হয়েছিল, যাতে বিমা পলিসি সহ যে কোনও আর্থিক পরিষেবার সুবিধা নেওয়া যায়।


বিমা সংস্থাগুলিকে আইআরডিএআই-এর নির্দশে, সময় নষ্ট না করে অবিলম্বে এই নতুন সিদ্ধান্ত কার্যকর করতে হবে। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একটি বেসরকারি বিমা সংস্থার কর্তা জানান, আর্থিক পরিষেবা জন্য একটি অভিন্ন মঞ্চ তৈরি করতে এটি অত্যন্ত প্রগতিশীল এবং যুক্তিসঙ্গত পদক্ষেপ। একইসঙ্গে, এই সিদ্ধান্ত কেন্দ্রের ডিজিটাইজেশন নীতির পক্ষেও ইতিবাচক। প্রসঙ্গত, দেশে বর্তমানে ২৪টি জীবন বিমা সংস্থা এবং ৩৩টি সাধারণ বিমা সংস্থা কাজ করে থাকে।