নয়াদিল্লি: সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যার সঙ্গে বিজেপি বা তাদের মতাদর্শ অনুসরণ করা মানুষের বিরুদ্ধে ‘দায়িত্বজ্ঞানহীন, ভিত্তিহীন ও মিথ্যে’ আনা হচ্ছে বলে দাবি করলেন নিতিন গড়কড়ি।
এদিন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও সহ-সভাপতি রাহুল গাঁধীর করা মন্তব্যের তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী। সকলেই জানেন যে প্রধানমন্ত্রী বিদেশ সফরে রয়েছেন। তা সত্ত্বেও বিজেপি ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘অসত্য’ অভিযোগ তোলা তাঁর দল ও গণতন্ত্রের প্রতি অবিচার।
তিনি বলেন, বর্তমান সরকার, বিজেপি অথবা তাদের কোনও সংগঠনের সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের সঙ্গে যোগাযোগ নেই। নাম না করে সনিয়াকে আক্রমণ করে গড়কড়ি বলেন, এক রাজনৈতিক দলের সভানেত্রী এই ঘটনার প্রতিক্রিয়ায় যে মন্তব্য করেছেন তা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন, ভিত্তিহীন ও মিথ্যে।
এদিন হত্যার ঘটনার তীব্র নিন্দা করেছেন গড়কড়ি। কিন্তু, একইসঙ্গে যোগ করেন, যেভাবে এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করছে কিছু রাজনৈতিক দল, তা দুর্ভাগ্যজনক ও আপত্তিকর। তাঁর দাবি, কিছু মানুষের বিজেপি নামের ওপর এলার্জি রয়েছে। তাঁরা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বিজেপির ভাল কাজ সহ্য করতে পারছে না। তাই তারা ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন অভিযোগ করে চলেছে।