নয়াদিল্লি: মোবাইল নম্বরের সঙ্গে আধারের সংযোগের জন্য নতুন তিনটি পদ্ধতির কথা জানাল কেন্দ্রীয় সরকার। টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়ান টাইম পাসওয়ার্ড, ইন্টারঅ্যাকটিভ ভয়েস রেসপন্স ও অ্যাপের মাধ্যমে মোবাইল নম্বরের সঙ্গে আধার যুক্ত করা যাবে। টেলিকম মন্ত্রী মনোজ সিনহা বলেছেন, মোবাইল নম্বরের সঙ্গে আধার যুক্ত করার পদ্ধতি যাতে সরল হয়, সেই কারণেই তাঁরা নতুন ব্যবস্থা করেছেন।

টেলিকম মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বয়স্ক, অসুস্থ বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের সুবিধার জন্য তাঁদের বাড়িতে গিয়ে নতুন করে আধার খতিয়ে দেখার ব্যবস্থা নেওয়া হচ্ছে। টেলিকম মন্ত্রী আরও বলেছেন, ‘দেশের মানুষ যাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা ও তথ্য পেতে পারেন, তার জন্যই আধার চালু করা হয়েছে। দেশে মোবাইল ফোনের সংযোগের সংখ্যা বাড়ছে। মোবাইল ফোন ব্যবহারকারীরা যাতে সহজেই আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করতে পারেন, তার ব্যবস্থা করছে সরকার।’

সম্প্রতি কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে, বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়ার জন্য আধার সংযোগের শেষ দিন এ বছরের ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে করা হয়েছে আগামী বছরের ৩১ মার্চ। এবার টেলিকম মন্ত্রকও জানিয়ে দিল, মোবাইল ফোন ব্যবহারকারীরা যাতে সহজেই মোবাইল নম্বরের সঙ্গে আধারের সংযোগ করতে পারেন, তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি বলেছেন, টেলিকম মন্ত্রকের নয়া নির্দেশ কার্যকর করতে কিছুটা সময় লাগবে।