গিরে সিংহর সঙ্গে ছবি: ২০ হাজার টাকা জরিমানা দিলেন জাদেজা
ABP Ananda, web desk | 09 Aug 2016 12:21 PM (IST)
আমদাবাদ: জরিমানা দিতে হল ভারতীয় দলের ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে। গির অভয়ারণ্যে সিংহের সঙ্গে ছবি তোলার জন্য জরিমানা দিতে হল তাঁকে। গুজরাতের জুনাগড়ে সাসানের এই অভয়ারণ্যে জন্তু-জানোয়ারদের ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু ছবি তুলে এই নিয়ম ভেঙেছিলেন ভারতীয় দলের অলরাউন্ডার। এজন্যই ২০ হাজার টাকা জরিমানা দিতে হল তাঁকে। জরিমানা নিয়েই এই মামলায় তাঁকে অব্যাহতি দিয়েছে গুজরাতের বন দফতর। জাদেজা এখন দেশে নেই। ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে রয়েছেন তিনি। তাঁর হয়ে সম্প্রতি জরিমানার অর্থ দিয়েছেন তাঁর শ্বশুর হরদেবসিন সোলাঙ্কি। একইসঙ্গে তিনি জাদেজার হয়ে একটি হলফনামাও জমা দিয়েছেন। জুনাগড়ের মুখ্য বনরক্ষক (সিসিএফ) এ পি সিংহ একথা জানিয়েছেন। এই ঘটনার তদন্ত রিপোর্ট এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়নি। সিংহ জানিয়েছেন, গত জুনে অভয়ারণ্যে ঘুরতে এসে বিধিনিষেধ ভঙ্গের জন্য জাদেজার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উল্লেখ্য, স্ত্রী রিভার সঙ্গে বেড়াতে এসে কয়েকটি ছবি তোলেন জাদেজা। ছবিতে সিংহদের সামনে দাঁড়িয়ে জাদেজা ও তাঁর স্ত্রীকে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপরই মুখ্য বনরক্ষক ঘটনার তদন্তের নির্দেশ দেন। সাসানে লায়ন-সাফারি অন্যতম আকর্ষণ। অভয়ারণ্যে সিংহদের দেখতে পর্যটকদের হুডখোলা জিপ দেয় বনবিভাগ। সাফারির সময় গাড়ি থেকে নামা নিষিদ্ধ। কিন্তু ওই নিয়মের থোড়াই করে বেশ কয়েকটি ছবি তুলেছিলেন জাদেজা। বনবিভাগের কয়েকজন কর্মীকেও ছবিতে দেখা গিয়েছে। মুখ্য বনরক্ষক জানিয়েছেন, জরিমানা ও তদন্ত পৃথক বিষয়। তদন্ত রিপোর্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। ওই রিপোর্টের ভিত্তিতে বনবিভাগের সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।