নয়াদিল্লি: মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। শুধু সিনেমার পর্দায় নয়। এবার থেকে মদের বোতলেও পাকাপাকিভাবে জায়গা করে নিতে চলেছে এই বিধিবদ্ধ সতর্কীকরণ।


সোমবার থেকেই চালু হয়ে গেল  এই নিয়ম। এর আগে সিগারেট, খৈনির মতো তামাকজাতীয় দ্রব্যের প্যাকেটে বিধিবদ্ধ সতর্কীকরণ আবশ্যিক করা হয়েছিল। এবার মদের বোতলের লেবেলেও 'মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর' লেখাটি বাধ্যতামূলক করা হচ্ছে। সেই সঙ্গে আরও একটি সতর্কীকরণ রাখতে হবে মদের বোতলে। মদ্যপান করে গাড়ি চালাবেন না - এরকম কথাও উল্লেখ করতে হবে লেবেলে।

কেন্দ্রীয় খাদ্যসুরক্ষা দফতর (এফএসএসএআই) সোমবার জানিয়েছে যে, মদের বোতলেও বিধিবদ্ধ সতর্কীকরণ বার্তা বাধ্যতামূলক করা হচ্ছে। ইংরেজিতে বিধিবদ্ধ সতর্কীকরণের অক্ষরগুলো তিন মিলিমিটারের চেয়ে ছোট হরফে ছাপানো যাবে না বলেও নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, কোনও রাজ্য স্থানীয় ভাষায় সতর্কীকরণ লেখার উদ্যোগ নিলে অনুমতি পেতে সমস্য়া হবে না। তবে ১ এপ্রিল, ২০১৯ তারিখ পর্যন্ত তৈরি হওয়া বিধিবদ্ধ সতর্কীকরণ-হীন মদ বিক্রির ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে সেই মদ বিক্রি করতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় খাদ্যসুরক্ষা দফতর।