রাঁচি:  ঝাড়খণ্ডের লিট্টিপাড়া কেন্দ্রের উপনির্বাচন ছিল আজ। সেখানেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কাছে ১২ হাজার ৯০০ ভোটে হেরে গিয়েছে বিজেপি। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার টিকিটে ওই কেন্দ্র থেকে লড়েছিলেন সিমন মারান্ডি। তিনি পেয়েছেন ৬৫ হাজার ৫৫১টি ভোট। সেখানে বিজেপি প্রার্থী হেমলাল মুর্মু পেয়েছেন ৫২ হাজার ৫৫১টি ভোট। লিট্টিপাড়া কেন্দ্রে তৃতীয়স্থানে রয়েছেন ঝাড়খণ্ড বিকাশ মোর্চার কিষ্টু সোরেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে তাঁদের জয়ে শুভেচ্ছা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী রঘুবর দাস বলেন, উপনির্বাচনের ফল যাই হোক, তিনি এই জায়গার ও পুরো সাঁওতাল পরগনার উন্নয়নে বদ্ধপরিকর। তিনি বলেছেন উন্নয়নের সমস্ত আলো লিট্টিপাড়ায় তিনি পৌঁছে দেবেন। মূলত সারা দেশের মধ্যে অন্যতম পিছিয়ে পড়া এলাকার মধ্যে একটি এই লিট্টিপাড়া কেন্দ্র। তবে এই কেন্দ্রে বিজেপি দ্বিতীয় স্থানে থাকলেও, এলাকায় তাঁদের কর্মীদের অবদানের জন্যে তাঁদের প্রশংসা করেছেন। তাঁর দাবি ২০১৪ সালের বিধানসভা নির্বাচনের থেকে এবার ভাল ফল করেছে বিজেপি। এই কেন্দ্র থেকে দশ প্রার্থী নির্বাচনে লড়েছিল। এবছরের গোড়ায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক অনিল মুর্মুর মৃত্যুতে ওই কেন্দ্রটি ফাঁকা পড়ে যায়।