শ্রীনগর: নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান মুজফফর ওয়ানির মৃত্যুর পরদিন উত্তপ্ত হয়ে ওঠা কাশ্মীরে পুলিশ-জনতা সংঘর্ষ চলছে বিভিন্ন জায়গায়। পুলিশ ফাঁড়িতে হামলা করেছে মারমুখী জনতা। কাশ্মীরে সন্ত্রাসবাদের ‘পোস্টার বয়’ বলে পরিচিত বুরহানের মৃত্যুর প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে পুলিশ, নিরাপত্তাবাহিনীকে টার্গেট করে ইট-পাথর ছোঁড়ে যুবকরা। তিনটি পুলিশ কার্যালয় সহ ৫টি ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের।

 

 

অনন্তনাগের বান্দিপোরা, কাজিগুন্ড, লারনোতে জনতা-পুলিশ খ্ন্ডযুদ্ধে তিন পুলিশকর্মী সহ ১১ জন জখম হয়েছে।

অশান্তির আশঙ্কায় শ্রীনগর সহ উপত্যকার সর্বত্র কার্ফুর সময়কার বিধিনিষেধ জারি করে প্রশাসন। নিরাপত্তার কথা মাথায় রেখে সাময়িক স্থগিত রাখা হয় অমরনাথ যাত্রা। হরতালের ডাক দেওয়া বিচ্ছিন্নতাবাদী নেতাদেরও গৃহবন্দি করা হয়। কিন্তু বিধিনিষেধ উপেক্ষা করেই রাস্তায় নামে লোকজন। কুলগামের নিলো-বুগাম এলাকায় বিজেপি কার্যালয়েও হামলা চালিয়ে ভাঙচুর করে জনতা।