নয়াদিল্লি: লালকেল্লার ভেতর থেকে তাজা গ্রেনেড উদ্ধার। যা নিয়ে চাঞ্চল্য ছড়াল রাজধানীতে।


বৃহস্পতিবার সন্ধেয় সাফাইয়ের কাজ করার সময় ওই তাজা গ্রেনেডটির হদিস পায় প্রত্নতত্ত্ব বিভাগের কর্মীরা। জানা গিয়েছে, লালকেল্লা চত্বরে একটি কুয়োর মধ্যে পড়েছিল গ্রেনেডটি।


বিষয়টি জানাজানি হওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও সিআইএসএফ-কে। খবর পৌঁছয় এনএসজি দফতরেও।


লালকেল্লায় পৌঁছে এনএসজি কম্যান্ডোরা সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলেন। উদ্ধার করা হয়ে গ্রেনেডটি।


প্রাথমিক তদন্তে দিল্লি পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গ্রেনেড সম্ভবত পুরনো। তবে, কত পুরনো তা পরীক্ষা করে দেখতে হবে।


এই প্রথম নয়। গত ফেব্রুয়ারি মাসে একইভাবে সাফাইয়ের সময় লালকেল্লার একটি কুয়োর ভিতর থেকে তাজা কার্তুজ ও বিস্ফোরক উদ্ধার হয়েছিল।