টিকমগড় (মধ্যপ্রদেশ): তাঁরা লিভ ইন পার্টনার। এক আধ দিন নয়, প্রায় ৫০ বছর ধরে। তাঁদের গল্প শুরু হয় সেই সময়ে, যখন সামাজিক গোঁড়ামি, ট্যাবু, পারিবারিক আপত্তি- সব কিছুই অনেক বেশি জোরালো ছিল।
কিন্তু ৮০ বছরের সুখে কুশওয়াহা ও ৭৫ বছরের হরিয়া এবার বিয়ে করলেন। কারণ, মোক্ষ। কয়েক সপ্তাহ ধরে সুখের মনে হচ্ছিল, বিয়েটা যদি করে না নেন, তাহলে মৃত্যুর পর মুক্তি হবে না তাঁদের। একসঙ্গে বসবাস করার ফলে হরিয়া ও তিনি ২ পুত্র ও ২ কন্যার মা বাবা। ছেলে মুন্নাকে ডেকে সুখে বলেন, তাঁদের মাকে এবার তিনি বিয়ে করবেন।
বেজায় খুশি মুন্না তক্ষুনি আত্মীয়স্বজনদের ডেকে পাঠান, সব ব্যবস্থাও হয়ে চায়। বৈদিক মন্ত্রপাঠের মধ্য দিয়ে ৩০ তারিখ পাতিপুরা গ্রামে হয়ে যায় তাঁদের বিয়ে। ৪ ছেলেমেয়ে তো বটেই, ১০ নাতিনাতনিও হাজির ছিলেন অনুষ্ঠানে।
কিন্তু এতদিন কেন বিয়ে করেননি সুখে ও হরিয়া? ৫০ বছর আগে যখন তাঁরা প্রেমে পড়েছিলেন, তখনই বিয়ে করতে চান। কিন্তু পরিবারের আপত্তি ও সামাজিক বাধা তাঁদের পথ আটকে দাঁড়ায়। যখন একসঙ্গে থাকার কথা কেউ শোনেইনি, সেই অর্ধশতাব্দী আগে লিভ ইন শুরু করেন এই প্রেমিক প্রেমিকা।
পরিবারের বাধা অতিক্রম করতে পারেননি তখন। কিন্তু ৫০ বছর পর মোক্ষের আকাঙ্খা সব বাধা পার করে দিল।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
মোক্ষের সন্ধানে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ৫০ বছর ধরে এই লিভ ইন করা জুটি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jul 2017 11:08 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -