- Home
-
খবর
-
ভারত
LIVE UPDATE: মহারাষ্ট্র : শিবসেনা-কংগ্রেস-এনসিপি নেতাদের বৈঠক শেষ, সন্ধেয় ফের বৈঠক
LIVE UPDATE: মহারাষ্ট্র : শিবসেনা-কংগ্রেস-এনসিপি নেতাদের বৈঠক শেষ, সন্ধেয় ফের বৈঠক
মহারাষ্ট্র সরকার গঠন: আজ সকালে প্রোটেম স্পিকারের তত্ত্বাবধানে বিধায়কদের শপথগ্রহণ, কাল শপথ উদ্ধবের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
27 Nov 2019 04:55 PM
কাল সন্ধেয় মুখ্যমন্ত্রীপদে শপথ উদ্ধবের। আমন্ত্রণ করা হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, খবর সূত্রের। ডাকা হবে আডবাণী-মোহন ভাগবতকে, জানালেন উদ্ধব। মোদি-অমিত শাহকেও আমন্ত্রণ, জানাল শিবসেনা।
শিবসেনা-কংগ্রেস-এনসিপি নেতারা বৈঠকে শেষ, সন্ধেয় ফের বৈঠক। দফতর বন্টন নিয়ে হয়েছে আলোচনা, খবর সূত্রের।
কাল সন্ধেয় মুখ্যমন্ত্রীপদে শপথ উদ্ধবের। আমন্ত্রণ করা হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, খবর সূত্রের। ডাকা হবে আডবাণী-মোহন ভাগবতকে, জানালেন উদ্ধব। মোদি-অমিত শাহকেও আমন্ত্রণ, জানাল শিবসেনা।
মহারাষ্ট্রের রাজনীতির এই মুহুর্তের বড় খবর, এনসিপি-কংগ্রেস এবং শিবসেনা বেলা ১২ টায় এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাসভবন সিলভার ওক-এ মিলিত হবে। এই সভায় তিন দলের প্রধান নেতারা অংশ নেবেন। কংগ্রেসের পক্ষে অংশ নেবেন মল্লিকার্জুন খড়গ, আহমেদ পটেল এবং কে সি বেণুগোপাল। সূত্রের খবর, বৈঠকে শপথ গ্রহণ অনুষ্ঠানে কাকে কাকে আমন্ত্রণ করা উচিত, তা নিয়ে আলোচনা করা হবে। তাছাড়া কে কে কোন মন্ত্রীত্ব পাচ্ছেন, তাও স্থির হবে।
সঞ্জয় রাউত বলেন, মুখ্যমন্ত্রী পদে উদ্ধব আগামীকাল শপথ নেবেন, তারপরে মুখ্যমন্ত্রী এবং তাঁর ঘনিষ্ঠরা উপমুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন। শরদ পওয়ারকে বুঝতে ১০০ জন্ম নিতে হবে অন্যদের।
উদ্ধব ঠাকরের শপথ গ্রহণে আমন্ত্রণ জানানো হবে সনিয়া গাঁধীকে, জানালেন শরদ পওয়ার। শপথগ্রহণ অনুষ্ঠানের আগে মুম্বই পৌঁছেছেন আহমেদ পটেল, কে সি বেণুগোপাল।
আমাদের সূর্য যানের সেফ ল্যান্ডিং হয়েছে। ভবিষ্যতে যদি এই যান দিল্লিতেও নামে, তবে আশ্চর্য হওয়ার কিছু নেই, বললেন সঞ্জয় রাউত।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে মনোনীত উদ্ধব ঠাকরে পৌঁছলেন রাজ্যপাল ভগত সিংহ কোশিয়ারির সঙ্গে দেখা করতে। সঙ্গে স্ত্রী রশ্মি ঠাকরে। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্ধব ঠাকরে শপথ নেবেন।
• শপথ নেওয়ার পর অজিত পওয়ার বলেন, ‘‘আমি কেবলমাত্র এনসিপির সঙ্গেই আছি। দল যা সিদ্ধান্ত নেবে, সেটাই হবে।’’
• অজিত পওয়ার এনসিপিরই অঙ্গ, জানালেন রোহিত পওয়ার। রোহিত বলেন, ‘‘অজিত জানেন, সরকার কী ভাবে কাজ করে। তাঁর অভিজ্ঞতা আমাদের কাজে আসবে।’’
মহারাষ্ট্র বিধানসভায় শপথ গ্রহণ শুরু হল। রাজ্যের সদ্য নির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাচ্ছেন প্রোটেম স্পিকার কালীদাস কোলম্বকর। বুধবার সকাল সাড়ে ৮টায় শুরু হয় সেই অনুষ্ঠান। বিধায়কদের শপথের জন্য বিধানসভার এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।
প্রেক্ষাপট
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চলেছেন উদ্ধব ঠাকরে। ২ উপ মুখ্যমন্ত্রী পেতে পারে এনসিপি-কংগ্রেস। ২৮ নভেম্বর হবে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ।
আজ সকালে রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারীর আহ্বানে মহারাষ্ট্র বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। প্রোটেম স্পিকারের তত্ত্বাবধানে সকালেই হবে বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান।রাজ্যের সদ্য নির্বাচিত ২৮৮ জন বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার কালীদাস কোলম্বকর।
ইতিমধ্যেই বিধানভবনে পৌঁছেছেন এনসিপি-শিবসেনা ও কংগ্রেসের বিধায়করা। বিধানভবনের বাইরে বিধায়কদের স্বাগত জানান শরদ-কন্যা সুপ্রিয়া সুলে। দেবেন্দ্র ফডণবীস ও অন্যান্য বিধায়কদের স্বাগত জানান তিনি। এনসিপি নেতা অজিত পওয়ার বিধানসভায় উপস্থিত হলে তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নেন শরদ-কন্যা।
আজই হবে মহারাষ্ট্রের স্পিকার নির্বাচনও। সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিয়ে বিধানভবনে যান আদিত্য ঠাকরে।
অন্যদিকে শিবাজি পার্কে কাল মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন শিবসেনার উদ্ধব ঠাকরে।