- Home
-
খবর
-
ভারত
LIVE UPDATES: ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ রিয়া চক্রবর্তীকে, বক্তব্যে অসঙ্গতি রয়েছে, দাবি এনসিবি সূত্রে
LIVE UPDATES: ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ রিয়া চক্রবর্তীকে, বক্তব্যে অসঙ্গতি রয়েছে, দাবি এনসিবি সূত্রে
সমন দেওয়ার সময় এনসিবি রিয়াকে বলে, তিনি তাদের সঙ্গেও আসতে পারেন, বা পরে একা আসতে পারেন। রিয়া বলেন, তিনি পরে একাই যাবেন।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
07 Sep 2020 06:17 PM
রিয়া চক্রবর্তীকে টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করলেন এনসিবি আধিকারিকেরা। ২ দিন মিলিয়ে ১৪ ঘণ্টার বেসি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এনসিবি সূত্রে খবর, অভিনেত্রীর বয়ানে অসঙ্গতি রয়েছে।
ড্রাগ ডিলার অনুজ কেশওয়ানির মুখোমুখি বসিয়েও রিয়াকে জিজ্ঞাসাবাদ করা হবে। এনসিবি সূত্রে খবর, শৌভিক, স্যামুয়েল ও দীপেশকে গ্রেফতার করার যথেষ্ট কারণ মিলেছে। কিন্তু রিয়ার বিরুদ্ধে আইনি প্রমাণ এখনও তেমন হাতে আসেনি। আজ এনসিবি পুরো আটঘাট বেঁধে নামবে।
সূত্রের খবর, আজ রিয়াকে জেরা করা হবে তাঁর ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং রাঁধুনী দীপেশ সাবন্তের মুখোমুখি বসিয়ে। দেখা হবে, কথাবার্তায় কোনও অসামঞ্জস্য আছে কিনা।
রিয়াকে আজ দ্বিতীয়দিন জেরা করছে এনসিবি। এ জন্য তাঁকে আজ ঠিক সময় আসতে বলেছে তারা। গতকাল রিয়া দেরিতে আসায় জেরা শেষ করা যায়নি।
সোমবার সকালের খবর: ড্রাগ কানেকশন মামলায় আজ ফের জেরা করা হবে রিয়া চক্রবর্তীকে। তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে।
৬ ঘণ্টারও বেশি সময় ধরে রিয়াকে জিজ্ঞাসাবাদ এনসিবি-র। এনসিবি সূত্রে খবর, তদন্তে সহযোগিতা করেছেন রিয়া। তদন্তকারীদের সামনে ড্রাগ কানেকশনের কথা স্বীকার করেছেন তিনি। নিজেও নিতেন ড্রাগ, জানালেন তদন্তকারীদের।
সুশান্ত-মৃত্যুতে রিয়াকে এনসিবির ম্যারাথন জিজ্ঞাসাবাদ। তদন্তে করছেন সহযোগিতা, খবর সূত্রে। হোয়াটসঅ্যাপ চ্যাট, কল রেকর্ডের সূত্রে প্রশ্ন। কাল ফের তলবের সম্ভাবনা।
মাদক-যোগে সুশান্তর হাউস স্টাফ দীপেশেরও এনসিবি হেফাজত। ৯ সেপ্টেম্বর পর্যন্ত হেফাজতের নির্দেশ আদালতের। দীপেশ-সৌভিকের বয়ানের সঙ্গে মেলানো হবে রিয়ার জবাব। খবর এনসিবি সূত্রে।
সমনের পরেই এনসিবি দফতরে রিয়া চক্রবর্তী। চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। অভিযোগ স্বীকার না করলে বসানো হবে সৌভিক, দীপেশ, স্যামুয়েলের মুখোমুখি। ভালবাসার মূল্য দিতে গ্রেফতারিতেও রাজি, মন্তব্য রিয়ার আইনজীবীর।
দীপেশ সাওয়ান্ত ৯ তারিখ পর্যন্ত এনসিবি হেফাজতে থাকবে।
ভালবাসার মূল্য দিতে গ্রেফতারেও রাজি, প্রতিক্রিয়া রিয়ার আইনজীবীর।
২ জন এনসিবি আধিকারিক জিজ্ঞাসাবাদ করছেন তাঁকে।
জিজ্ঞাসাবাদে ৪-৫ জন আধিকারিক থাকবেন। রিয়াকে ড্রাগ সংক্রান্ত তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট দেখানো হবে, দেখানো হবে কল রেকর্ডসও, খবর সূত্রের।
প্রেক্ষাপট
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুত মামলায় ড্রাগ-যোগসাজসের অভিযোগে রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী ও সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে রিমান্ডে পাঠিয়েছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। ৯ তারিখ পর্যন্ত শৌভিক ও স্যামুয়েল এনসিবি রিমান্ডে থাকবেন। ড্রাগ ডিলার কৈজান ইব্রাহিমকে পাঠানো হয়েছে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে। এর মধ্যে আজ রিয়ার বাড়ি গিয়ে তাঁকেও সমন দিয়ে এসেছে এনসিবি।
এনসিবির দলের সঙ্গে মুম্বই পুলিশের মহিলা কর্মীও ছিলেন। ৬৭সি ধারায় তাঁকে সমন দেওয়া হয়েছে। সমন দেওয়ার সময় এনসিবি রিয়াকে বলে, তিনি তাদের সঙ্গেও আসতে পারেন, বা পরে একা আসতে পারেন। রিয়া বলেন, তিনি পরে একাই যাবেন। এরপর এনসিবি রিয়ার বাড়ি ছেড়ে চলে যায়। শোনা যাচ্ছে, বেলা সাড়ে দশটা নাগাদ রিয়া এনসিবির অফিসে যাবেন।
গতকাল গভীর রাতে এনসিবির অফিসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। তাতে ঠিক হয়, রিয়াকে কী কী প্রশ্ন করা হবে। এই জেরার লক্ষ্য হল, ড্রাগ মামলার সেই শৃঙ্খল খাড়া করা, যাতে পরিষ্কার হয়, রিয়াই সুশান্তকে ড্রাগ দিতেন। শৌভিক ও স্যামুয়েল নাকি দাবি করেছেন, রিয়া তাঁদের দুজনের কাছেই ড্রাগ চাইতেন। এনসিবির কাছে হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রমাণও আছে, যাতে বোঝা যাচ্ছে, রিয়া ড্রাগ সংক্রান্ত আলোচনা করতেন। তাঁর ভাই শৌভিকের সঙ্গে ৪-৫ জন ড্রাগ ডিলারের সম্পর্ক ছিল বলে এনসিবি দাবি করেছে।