LIVE UPDATES: ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ রিয়া চক্রবর্তীকে, বক্তব্যে অসঙ্গতি রয়েছে, দাবি এনসিবি সূত্রে

সমন দেওয়ার সময় এনসিবি রিয়াকে বলে, তিনি তাদের সঙ্গেও আসতে পারেন, বা পরে একা আসতে পারেন। রিয়া বলেন, তিনি পরে একাই যাবেন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Sep 2020 06:17 PM

প্রেক্ষাপট

মুম্বই: সুশান্ত সিংহ রাজপুত মামলায় ড্রাগ-যোগসাজসের অভিযোগে রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী ও সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে রিমান্ডে পাঠিয়েছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। ৯ তারিখ পর্যন্ত শৌভিক ও...More

রিয়া চক্রবর্তীকে টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করলেন এনসিবি আধিকারিকেরা। ২ দিন মিলিয়ে ১৪ ঘণ্টার বেসি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এনসিবি সূত্রে খবর, অভিনেত্রীর বয়ানে অসঙ্গতি রয়েছে।