নয়াদিল্লি: ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের (এনজিটি) চেয়ারম্যান বিচারপতি এ কে গোয়েলকে বরখাস্তের দাবির প্রশ্নে কংগ্রেসকে অবস্থান স্পষ্ট করতে বললেন এনডিএ শরিক লোক জনশক্তি পার্টি (এলজেপি)।
বিজেপি শরিক রামবিলাস পাসোয়ানের এলজেপি, কেন্দ্রের দুই মন্ত্রী উপেন্দ্র কুশওয়া, রামদাস আঠওয়ালে, এমনকী উদিত রাজের মতো বিজেপি এমপিরা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি গোয়েল সাম্প্রতিক এক রায়ে দলিত ও আদিবাসীদের ওপর অত্যাচার রোধ আইনের ধারা লঘু করে দিয়েছেন বলে অভিযোগ করে তাঁকে এনজিটি-র মাথা থেকে সরানোর দাবি তুলেছেন। গত সপ্তাহেই রামবিলাসের পুত্র চিরাগ পাসোয়ান সাংবাদিক সম্মেলনে দাবি করেন, মোদী সরকার অবিলম্বে গোয়েলকে সরিয়ে দিক ও দলিত, আদিবাসীদের নিগ্রহ রোধ সংক্রান্ত আইনের মূল ধারাগুলি 8 আগস্টের মধ্যে ফিরিয়ে আনুক।
আজ অবশ্য তিনি কিছুটা সুর নরম করে জানান, তাঁর দলের সঙ্গে এ ব্যাপারে সরকারের কোনও সংঘাত নেই, তবে ৯ আগস্টের মধ্যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। চিরাগ উল্লেখ করেন, কেন্দ্র সরকারি চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে দলিত ও আদিবাসী সংরক্ষণ ফের চালুর জন্য সুপ্রিম কোর্টে উদ্যোগী হয়েছে, বিশ্ববিদ্যালয় ও কলেজে সংরক্ষিত আসন সংখ্যা কমিয়ে ইউজিসি-র জারি করা নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়েছে। সরকার অনেক ক্ষেত্রেই তাদের দাবি পূরণ করেছে বলে জানান চিরাগ।
তিনি এদিন নিশানা করেন কংগ্রেসকে। গোয়েলের অপসারণের দাবি সমর্থনযোগ্য নয় বলে সম্প্রতি অভিমত জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশ্বিনী কুমার। চিরাগ বলেন, রাহুল গাঁধী প্রায়ই দলিত ইস্যুতে মোদী সরকারকে নিশানা করেন। কিন্তু ওনার দলের এক নেতা গোয়েলের হয়ে কথা বলছেন। তাহলে উনি স্পষ্ট করুন, গোয়েলের অপসারণের দাবি সমর্থন করেন কি করেন না।
একদিকে কংগ্রেসের মতো বিরোধী দলগুলি মোদী সরকার দলিত বিরোধী, এই অপপ্রচার চালাচ্ছে, আরেকদিকে ওদের নেতা গোয়েলকে সমর্থন করছেন বলে অভিযোগ করেন চিরাগ।
এনজিটি চেয়ারম্যান পদে বিচারপতি গোয়েলের অপসারণের দাবি সমর্থন করেন কিনা, স্পষ্ট করুন রাহুল, দাবি বিজেপি শরিক এলজেপি-র
Web Desk, ABP Ananda
Updated at:
30 Jul 2018 06:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -