নয়াদিল্লি: লৌহপুরুষ ও বিকাশপুরুষের মধ্যের বরফ গলছে। শোনা যাচ্ছে, লালকৃষ্ণ আডবাণীই নাকি দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন। আর তাঁর নাম প্রস্তাব করেছেন, আর কেউ নন, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গুজরাতে সোমনাথ ট্রাস্টের এক বৈঠকে প্রধানমন্ত্রী নাকি পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আডবাণীর নাম প্রস্তাব করেন। বিজেপি সভাপতি অমিত শাহ, প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল ছিলেন সোমনাথের ওই বৈঠকে। তাৎপর্যপূর্ণভাবে, ছিলেন আডবাণীও।

শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপতির পদ আডবাণীর প্রতি তাঁর গুরুদক্ষিণা হবে।

উত্তরপ্রদেশ বিধানসভায় বিপুল জয়ের পর বিজেপি তাদের পছন্দের প্রার্থীকে রাষ্ট্রপতি পদে অনায়াসে বসাতে পারবে বলে মনে করা হচ্ছে। এ বছর জুলাইতে হবে রাষ্ট্রপতি নির্বাচন।

গত লোকসভা ভোটের বহু আগেই প্রকাশ্যে আসে আডবাণী-মোদী দ্বন্দ্ব। মোদীর নাম বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে উঠে আসায় দলীয় নেতৃত্ব ক্ষমতালোভী হয়ে পড়ছে অভিযোগে পদ থেকে ইস্তফা দেন আডবাণী। যদিও গুজরাত দাঙ্গার সময় তিনিই তৎকালীন মুখ্যমন্ত্রী মোদীর প্রধান পৃষ্ঠপোষক ছিলেন।