শ্রীনগর:  জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে দুর্ঘটনার মুখে পড়ল অমরনাথ তীর্থযাত্রী বোঝাই বাস। কার্ফু উপেক্ষা করে দুর্ঘটনাগ্রস্ত তীর্থযাত্রীদের সাহায্যে এগিয়ে এলেন স্থানীয় মুসলিমরা। জখমদের হাসপাতালে নিয়ে গেলেন তাঁরা। অনন্তনাগ জেলার বিজবেহরার কাছে দু্র্ঘটনাগরস্ত মিনিবাসটির চালক প্রাণ হারিয়েছেন। এক তীর্থযাত্রীরও মৃত্যু হয়। সবমিলিয়ে ওই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।আহতের সংখ্যা ২০।


সম্প্রতি হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর উপত্যকা হিংসা ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২ দুজন বিজবেহরা শহরের। গত বুধবার শহরে উত্তেজনা চরমে ওঠে। দুই বিক্ষোভকারীর মৃত্যু হয়। এই মৃত্যু নিয়ে শোকের মধ্যেও দুর্ঘটনাগ্রস্ত তীর্থযাত্রীদের পাশে দাঁড়াতে ছুটে এলেন স্থানীয়রা। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, চতুর্দিকে এত হিংসার মধ্যেও স্থানীয় মুসলিমরা মানবতার ডাক উপেক্ষা করতে পারেননি। শোক ভুলে,কার্ফু উপেক্ষা করে তাঁরা ছুটে যান দুর্ঘটনাগ্রস্তদের সাহায্যে। অনেকে নিজের গাড়িতে করেই শ্রীনগরে হাসপাতালে পৌঁছে দেন।

শহরের এক বাসিন্দা বলেছেন, এটাই কাশ্মীরের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য রক্ষার জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।