রামনাথপুরম (তামিলনাড়ু): সর্বজনশ্রদ্ধেয় এপিজে আবদুল কালামের মূর্তির উদ্বোধন, কিন্তু সেখানেই এলেন না একদল মুসলিম মৌলবি! মৃত ব্যক্তির মূর্তি নাকি বসাতে নেই, তা ইসলাম-বিরোধী, এহেন সওয়াল করে গতকাল এখানে প্রয়াত রাষ্ট্রপতির মূর্তির উদ্বোধন অনুষ্ঠান থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন তাঁরা। তাঁদের বক্তব্য, প্রয়াত রাষ্ট্রপতির প্রতি তাঁদেরও অসীম শ্রদ্ধা, সম্মান আছে। কিন্তু কোনও মৃত মানুষের মূর্তি বসানো অ-ইসলামীয়, ইসলামি বিশ্বাসের পরিপন্থী।

 

রামনাথপুরম জেলার জামাতুল উলেমা কাউন্সিলের প্রেসিডেন্ট হবিবুল্লাহ হজরত ও সেক্রেটারি আবদুল রহমান এক বিবৃতিতে বলেন, আমরা মূর্তি স্থাপনের কড়া নিন্দা করছি। তবে একইসঙ্গে এও জানান, তাঁরা শুধু মৌখিক আপত্তিই জানিয়েছেন, গত বছর মৃত্যুর পর কালামকে যে পেইকারুম্বুতে শায়িত করা হয়েছিল, সেখানে প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর মূর্তি উন্মোচনের অনুষ্ঠানের বিরুদ্ধে কোনও বিক্ষোভ দেখাননি, প্রতিবাদ কর্মসূচিও পালন করেননি। রামেশ্বরমের অধিকাংশ মুসলিমই গতকালের অনুষ্ঠান বয়কট করেন বলে দাবি তাঁদের।

 

বুধবার সকালে প্রয়াত রাষ্ট্রপতির মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রের দুই মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু ও মনোহর পর্রীকর। কালামের স্মারকের ভিত্তিফলকও স্থাপন করেন তাঁরা। ছিলেন কালামের পরিবারের লোকজনও।