আমদাবাদ: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু, তাই সমাধি থেকেও ছড়াতে পারে ভাইরাস! আতঙ্কে করোনা আক্রান্ত মহিলার মৃতদেহ কবরস্থানে সমাধিস্থই করতে দিলেন না স্থানীয়রা। রবিবার এমনই একটি ঘটনার সাক্ষী থাকল আমদাবাদ।
শনিবার আমদাবাদের সর্দার বল্লভ ভাই পটেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা যান এক ৪৬ বছরের মহিলা। পুলিশ সূত্রে খবর, আমদাবাদের কাগদাপীঠে ওই মহিলার বাড়ির কাছের একটি কবরস্থানে নিয়ে যাওয়া হয় তাঁর মৃতদেহ। কিন্তু সেখানে ওই মহিলার দেহ কবরস্থ করে বাধা দেন কিছু স্থানীয় বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলেও মৃতদেহ থেকে সংক্রমণ ছড়ানোর কোনও সম্ভবনা নেই পুলিশ এই আশ্বাস বারাবার দিলেও তা বিশ্বাস করেননি স্থানীয়রা।
বাধ্য হয়েই মৃতদেহ ওই কবরস্থান থেকে নিয়ে চলে যান পুলিশকর্মীরা। এরপর দানিলিমদা অঞ্চলের একটি কবরস্থানে নিয়ে যাওয়া হয় মৃতদেহ। সেখানেও মৃতদেহ কবরস্থ করতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ।
পুলিশ ইন্সপেক্টর বিক্রম বাসব জানান, ‘স্থানীয়দের আমরা বোঝানোর চেষ্টা করি যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলেও নিয়ম মেনেই পরিষ্কার করা হয় মৃতদেহ। অবলম্বন করা হয় সমস্ত রকম সাবধানতাও।’ অনেক তর্ক-বিতর্কের পর ওই কবরস্থানেই মৃতদেহ সমাধি দিতে সক্ষম হয় পুলিশকর্মীরা। যদিও সমাধি দেওয়ার সময় আতঙ্কে কবরস্থান ছেড়ে চলে গিয়েছিলেন স্থানীয়রা।
করোনা আক্রান্তের অন্ত্যেষ্টি নিয়ে অযথা আতঙ্কের এই ছবি নতুন নয়। কলকাতায় করোনায় মৃত প্রৌঢ়ের দেহ নিয়ে যাওয়ার জন্যে পাওয়া যায়নি কোনও শববাহী শকট। শেষ পর্যন্ত সরকারী গাড়ি করে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হলেও দাহ করতে বাধা দেন স্থানীয়রা।
কবর থেকে ছড়াবে ভাইরাস! আতঙ্কে করোনায় মৃত মহিলার দেহ সমাধিস্থ করতে দিলেন না স্থানীয়রা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Mar 2020 11:48 AM (IST)
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু, তাই সমাধি থেকেও ছড়াতে পারে ভাইরাস! আতঙ্কে আমদাবাদের করোনা আক্রান্ত মহিলার মৃতদেহ কবরস্থানে সমাধিস্থই করতে দিলেন না স্থানীয়রা।
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -