লকডাউন উপেক্ষা করে বাড়ির বাইরে? ধরে এনে করোনা আক্রান্তদের শুশ্রূষার কাজে লাগানোর দাওয়াই ক্ষুব্ধ সোনু সুদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Mar 2020 02:14 PM (IST)
দিল্লি পুলিশ জানিয়েছে, লকডাউন ভাঙায় বৃহস্পতিবার একশোজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আটক করা হয়েছে ৪,৯২৩ জনকে।
মুম্বই: একদিকে যখন করোনা প্রতিরোধে দেশজুড়ে চলছে লকডাউন, তখন অনেকেই নিয়মের গণ্ডি পেরিয়ে বাইরে বেরিয়ে পড়ছেন। অযথা মানুষের বাড়ি থেকে বেরিয়ে পড়া আটকাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। এবার এই সমস্ত বেপরোয়া মানুষদের জন্য দাওয়াই বাতলে দিলেন সোনু সুদ। দবঙ্গ সিনেমার ‘ছেদী সিংহ’-এর মতে, এই সমস্ত লোকেদের ধরে করোনা আক্রান্তদের শুশ্রূষার কাজে লাগানো উচিত! তাতে চিকিৎসক ও নার্সদের কিছুটা সুবিধা হয়। সোনু সুদ ট্যুইট করেছেন, ‘যারাই লকডাউন ভাঙছেন, তাঁদের ধরে করোনা রোগীদের শুশ্রূষার কাজে লাগানো উচিত বলে আমার মনে হয়। যাঁদের লকডাউন ভেঙে বাইরে বেরনোর সাহস রয়েছে, তাঁদের মতো বীরদের আমাদের হাসপাতালগুলোতে প্রয়োজন। তাতে অন্তত আমাদের চিকিৎসক ও নার্সদের একটু সুবিধা হবে।’ দিল্লি পুলিশ জানিয়েছে, লকডাউন ভাঙায় বৃহস্পতিবার একশোজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আটক করা হয়েছে ৪,৯২৩ জনকে। কেন্দ্রীয় ও সমস্ত রাজ্য সরকারের তরফ থেকে সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেরনোর আবেদন করা হচ্ছে। তারপরেও রাস্তায় বিনা কারণে বেরিয়ে পড়ছেন অনেকে। যা দেখে ক্ষুব্ধ অভিনেতা সোনু।