দাদার গুলি লাগল লকেটে, প্রাণ রক্ষা বোনের
Web Desk, ABP Ananda | 08 Jul 2016 12:57 PM (IST)
নয়াদিল্লি: ঠিক যেন সাত বা আটের দশকের হিন্দি সিনেমা! বোন বাড়ির অমতে বিয়ে করেছে। সেই রাগে বোনকে গুলি করে দাদা। কিন্তু সৌভাগ্যবশত বোনের লকেটে লেগে গুলি ফিরে আসে। ফলে প্রাণে বেঁচে যায় সে। এখনও অবশ্য পুলিশের কাছে দাদার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি বোন। এই চমকপ্রদ ঘটনাটি উত্তরপ্রদেশের মুজফফরপুর জেলার। শবনম নামে মেয়েটি বাড়ির অমতে আনিস নামে এক ব্যক্তিকে বিয়ে করে। পরিবারের বিরুদ্ধাচারণ করায় তার উপর রেগে ছিল দাদা মহম্মদ নাদিম। বৃহস্পতিবার সন্ধ্যায় ঈদের নমাজের পর বাড়ি ফিরেই বোনের খোঁজে বাইক নিয়ে বেড়িয়ে পড়ে সে। বোনকে দেখতে পেয়েই গুলি চালিয়ে দেয়। কিন্তু লকেটের জন্য অক্ষত থেকে গেল শবনম।