লন্ডন: ভারতে এফ-১৬ যুদ্ধবিমান তৈরির জন্য মার্কিন সংস্থা লকহিড মার্টিনের সঙ্গে চুক্তি করল টাটা গ্রুপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের ঠিক আগে এই চুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর ফলে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প উজ্জীবিত হবে।
টাটার সঙ্গে চুক্তি অনুযায়ী, সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মীদের উপর কোনও প্রভাব না ফেলেই লকহিডের টেক্সাসের কারখানা ভারতে স্থানান্তরিত করা হবে। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেছেন, ‘এটি টাটা ও লকহিড মার্টিনের যৌথ উদ্যোগ। দুটি সংস্থার মধ্যে যে সম্পর্ক এবং একে অপরের প্রতি দায়বদ্ধতা ছিল, সেটা এই চুক্তির মাধ্যমে দৃঢ় হল।’
কেন্দ্রীয় সরকার ভারতে ব্যক্তিগত বিমান এবং সামরিক যন্ত্রাংশ তৈরির উপর জোর দিচ্ছে। এবার দেশে এফ-১৬ তৈরি হলে ভারত এই অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি এবং রফতানি করতে পারবে।
ভারতে তৈরি হবে এফ-১৬, মোদীর মার্কিন সফরের আগেই টাটার সঙ্গে চুক্তি লকহিড মার্টিনের
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jun 2017 08:49 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -