নয়াদিল্লি: প্রচুর টাকা উড়িয়ে, হইহই করে বিরাট কোহলি-অনুষ্কা শর্মার ধাঁচে বিয়ে করা কার না স্বপ্ন! কিন্তু এই স্বপ্নের সামনেই দেওয়াল তুলতে পারে সংসদ। খরচসাপেক্ষ বিয়ে রুখতে এক সাংসদ প্রাইভেট মেম্বার্স বিল এনেছেন।

বিলটি এনেছেন উত্তর মুম্বইয়ের সাংসদ গোপাল চিনায়া শেট্টি। তাতে বলা হয়েছে, প্রচুর খরচ করে দেখনদারি বিয়ে  দেশ জুড়ে বন্ধ করতে হবে। যেভাবে কিছু বিয়ে ও আনুষঙ্গিক অনুষ্ঠানে টাকাপয়সার কোনও হিসেব থাকে না তাতে এখনই ছেদ টানা উচিত।

শেট্টি জানিয়েছেন, এ ধরনের বিল আনার কারণ হল বিয়েতে লাগামহীন খরচের বিষয়ে একটা আলোচনা শুরু করা। এ ব্যাপারে আইন যদি নাও হয়, তাহলেও লোকসভায় এ নিয়ে আলোচনা হলে মানুষ একবার অন্তত ভাববেন। কিছু মানুষ বিয়েতে কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছেন আবার এমন মানুষও আছেন যাঁদের বিয়ে করার খরচ দেওয়ারই সামর্থ্য নেই। এ ব্যাপারে কিছুটা সমতা আসা উচিত।

নিজের লোকসভা কেন্দ্রে যাঁরা খরচসাপেক্ষ বিয়ের পক্ষপাতী, তাঁদের একজন করে দরিদ্রের বিয়ের খরচ দেওয়ার অনুরোধ করেছেন তিনি। এই আহ্বানে সাড়াও মিলেছে।

সংসদে পাশ হয়েছে এমন প্রাইভেট মেম্বার্স বিলের সংখ্যা অবশ্য বেশ কম। স্বাধীনতার পর থেকে এমন ১৪টি বিল এখনও পর্যন্ত সবুজ সংকেত পেয়েছে সংসদে।