নয়াদিল্লি: আগামী বছর মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, মিজোরামের মতো রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন। তার সঙ্গেই হতে পারে লোকসভা নির্বাচন। তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিধানসভা নির্বাচনও এগিয়ে আনা হতে পারে। এ বিষয়ে আলোচনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার বলেছেন, প্রশাসনিক কাজকর্মে ব্যাঘাত না ঘটানো এবং খরচ কমানোর জন্যই বিধানসভা ও লোকসভা নির্বাচন একসঙ্গে হওয়া উচিত। তাঁর এই মত অনুযায়ীই লোকসভা নির্বাচন এগিয়ে আনার কথা ভাবছে কেন্দ্র। ২০১৮ সালের নভেম্বর-ডিসেম্বরে হতে পারে লোকসভা নির্বাচন ও সংশ্লিষ্ট রাজ্যগুলির বিধানসভা নির্বাচন।
লোকসভার প্রাক্তন সচিব এবং সংবিধান বিশেষজ্ঞ সুভাষ কাশ্যপ বলেছেন, ‘নির্ধারিত সময়ের ৬ মাস আগে লোকসভা বা বিধানসভা নির্বাচন হতে পারে। নির্বাচন কমিশনের হাতে সেই ক্ষমতা আছে। এর জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। ফলে লোকসভা ও সংশ্লিষ্ট রাজ্যগুলির বিধানসভা নির্বাচন একসঙ্গে হতেই পারে। তবে সব রাজ্যগুলিকে এ বিষয়ে রাজি করানো কঠিন। যে রাজ্যগুলিতে ২০১৯ সালে নির্ধারিত সময়ে লোকসভা নির্বাচনের এক বছরের মধ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা, সেই রাজ্যগুলিতে এবং কেন্দ্রে যদি একই দলের সরকার থাকে, তাহলে সংশ্লিষ্ট রাজ্যগুলি বিধানসভা ভেঙে দিয়ে লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভা নির্বাচনে যেতে পারে।’
বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনের সঙ্গে আগামী বছরই লোকসভা নির্বাচন?
Web Desk, ABP Ananda
Updated at:
14 Aug 2017 08:56 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -