নয়াদিল্লি: সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের। সীতাপুরে বিজনুরের নুরপুরের বিধায়ক লোকেন্দ্র সিংহর গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এরফলে বিধায়ক, তাঁর দুই গানার এবং ট্রাক চালকের মৃত্যু হয়।
ইনভেস্টর্স সামিটে যোগদানের জন্য লখনউ যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। ২৪ নম্বর জাতীয় সড়কে কমলাপুর থানা এলাকায় একটি ডিভাইডার পার হওয়ার বিধায়কের গাড়ির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট সরকারি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। ততক্ষণে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিধায়ক সহ অন্যান্যদের। বিধায়কের গাড়ির চালক গাড়িতেই আটকে পড়েন। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।
সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Feb 2018 09:09 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -